নয়াদিল্লি: বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গুজবের শেষ নেই। আর সেই আবহেই গুজবের শিকার হলেন, আর এক জনপ্রিয় অভিনেতা। অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর ভুয়ো খবর ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অভিনেতা দিব্যি আছেন বলে খবর। (Jackie Chan Death Hoax)

Continues below advertisement

৭১ বছর বয়সি জ্যাকি পরিচিতি গোটা পৃথিবীতে। হলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত কারণে যেমন খবরে থাকেন জ্য়াকি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তাঁর মৃত্যুর ভুয়ো খবরও এই প্রথম ছড়াল না। (Jackie Chan)

নতুন করে জ্য়াকির মৃত্যুর যে ভুয়ো খবর ছড়িয়েছে, সোশ্যাল মিডিয়া থেকেই তার সূচনা। জ্যাকির একটি ছবি পোস্ট ফেসবুকে পোস্ট করেন কেউ বা কারা, যাতে অভিনেতা হাসপাতালে শুয়ে রয়েছেন বলে দেখানো হয়। লেখা হয়, ‘১৯৫৮-২০২৫। আত্মা শান্তি পাক। বিশ্ব সিনেমার অন্যতম জনপ্রিয় আর নেই। আমাদের প্রজন্মের সুযোগ্য অভিনেতা, মহান কুংফু প্লেয়ার, যাঁর মুখে হাসি লেগেই থাকত, সেই জ্যাকি চ্যান আর নেই।  গতকালই বিমান থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। চওড়া হাসি ছিল মুখে’।

Continues below advertisement

শুধু তাই নয়, জ্য়াকি পরিবারের এক বন্ধুকেও উদ্ধৃত করা হয় ওই পোস্টে। লেখা হয়, ‘মুহূর্তে সব শেষ হয়ে গেল। ফোন এল যে, জ্যাকি নেই। চিকিৎসক জানান, আর কোনও স্টান্ট সহ্য় করতে পারবে না ওঁর হৃদযন্ত্র’। গত ৩ নভেম্বর জ্যাকি মারা গিয়েছেন বলে দাবি করা হয় ওই পোস্টে।

জ্যাকির মৃত্যু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে প্রথমে বুঝতেই পারেননি তাঁর অনুরাগীরা। অভিনেতার আত্মার শান্তি কামনা করে লেখাও পোস্ট করেন অনেকে। কিন্তু শেষ জানা যায়, জ্যাকির মৃত্যুর খবর ভুয়ো। দিব্যি আছেন অভিনেতা।

 যদিও এই প্রথম জ্যাকির মৃত্যুর ভুয়ো খবর ছড়াল না। আগেও একাধিক বার তাঁকে নিয়ে এমন গুজব শোনা গিয়েছে। কেন বার বার তাঁর মৃত্যুর খবর ছড়ায়, সেই নিয়ে একবার প্রশ্নও করা হয় জ্যাকিকে। তাঁর জবাব ছিল, “বিমান থেকে নেমে দু’-দু’টি সংবাদমাধ্যমের খবর দেখে আমি নিজেও চমকে গিয়েছিলাম। প্রথমেই বলব, চিন্তা করবেন না। আমি বেঁচে রয়েছি। আর হ্যাঁ, আমার নামে কোনও অনেক ভুয়ো খবর ছড়ানো হয়। বিশ্বাস করবেন না।”

৭০ পার করেও দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছেন জ্যাকি। ‘New Police Story 2’, ‘Project P’, ‘Five Ahainst a Bullet’-এর মতো তাঁর একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। পাশাপাশি, হলিউডে ‘Rush Hour 4’ ছবি নিয়েও ব্যস্ত বলে জানা গিয়েছে।