নয়াদিল্লি : দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে। লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যেই এএনআই সংবাদ সংস্থাকে প্রতিক্রিয়া দিয়েছেন মৃতের আত্মীয়রা।
আরও পড়ুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে নমুনা পাঠানো হল ল্যাবে, কী বলছেন FLS অফিসার ?
প্রশ্ন: কে ছিল আপনার ?
মৃতের আত্মীয় : আমার ভাইপো
প্রশ্ন: উনি কি ওখানেই কাজ করতেন ?
মৃতের আত্মীয় : হ্য়াঁ, উনি ওখানেই কাজ করতেন। পরিবার গ্রামে থাকে।
প্রশ্ন: আপনি কী করে জানলেন ?
মৃতের আত্মীয় : ঘরে পৌঁছয়নি, ফোন মেলেনি, তারপর রাতে হঠাৎ কেউ একজন ফোন তুলল, বলল এখানে আসুন, এমারজেন্সি আছে। তারপর ওখানে সনাক্ত করার জন্য কথোপকথন হয়। কিন্তু এত সহজেই তো ঢুকতে দেয়নি ওখানে..তারপর রাত ১২ টা বাজে, ভিতরে ঢুকতে দেয়, সনাক্ত করার জন্য।
অপরদিকে, অপর একজন জানান, তিনিও প্রিয়জনকে হারিয়েছেন। নাতি ছিল তার।
প্রশ্ন: মৃত্যু হয়েছে যার, কে ছিল আপনার ?
মৃতের আত্মীয় : নাতি ছিল আমার। ও প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কিন্তু চাকরি হারিয়েছিল সম্প্রতি। তাই পার্টটাইম গাড়ি চালাত।
প্রশ্ন: কীভাবে জানলেন ?
মৃতের আত্মীয় : আমি ঘরে ছিলাম। আমাকে কেউ একজন ফোন করে বলল, বোম ব্লাস্ট হয়ে গিয়েছে।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ। NIA-র পাশাপাশি, বিস্ফোরণস্থলে পৌঁছেছে NSG-র কমান্ডোরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। দিল্লি-র পাশাপাশি কলকাতা-সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সোমবারের সন্ধেয় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি!লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণে, পুড়ে খাক হয়ে গেল একের পর এক গাড়ি। একাধিক মৃত্য়ু হয়েছে! বিস্ফোরণস্থলে পৌঁছয় এনএসজি-র কমান্ডোরা!তারা ঘটনাস্থল খতিয়ে দেখে। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, সন্ধে ৬.৫২-তে রেড লাইটে ধীর গতিতে একটা গাড়ি এসে দাঁড়ায়। তাতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে আরোহীরা ছিলেন। এই বিস্ফোরণে আশপাশের গাড়িগুলোরও ক্ষতি হয়। খবর পেয়ে দিল্লি পুলিশ, FSL, NIA, NSG তাদের টিম এসেছে। ঘটনা খতিয়ে দেখছে। বিস্ফোরণের তদন্ত চলছে।
আত্মঘাতী বিস্ফোরণ? দিল্লির নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিস্ফোরণের পর আহতদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন অমিত শাহ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ট্রাফিক সিগন্য়ালে i 20 হুন্ডাই গাড়িতে একটি বিস্ফোরণ হয়। NSG ও NIA-এর টিম FSL এর সঙ্গে তদন্ত করছে। আশেপাশের এলাকার সমস্ত সিসিটিভি ক্য়ামেরা এবং বাকি সমস্ত জিনিসের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে গাড়িতে বিস্ফোরণ ঘটে তাতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। প্রত্য়ক্ষদর্শী বলেন, পুলিশ এখানে কেউ ছিল না। বিস্ফোরণের পর দু'জন পুলিশ আসেন। গাড়ির নম্বর শুরুতে HR-26 ছিল। শেষে 7674 ছিল। চলন্ত গাড়ি, যেটাতে প্রথমে বিস্ফোরণ হয়েছিল। একটা গাড়ি বিস্ফোরণের পর, সব CNG গাড়ি ছিল, CNG বিস্ফোরণ হতে থাকে, সেখান থেকেও মৃতদেহ বের করা হয়েছে।'