কলকাতা: দেশের নাম বদল! আর তাই নিয়ে তোলপাড় গোটা দেশই! বিষয়টা ইতিমধ্যেই সবাই জানা। 'ইন্ডিয়া' (India) বাদ দিয়ে এদেশের নাম কি 'ভারত' (Bharat) হতে চলেছে, এই প্রশ্নে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। অনেকেরই মনে ঘুরছে, মোদি সরকার (Modi Govt) কি এবার দেশের নামই বদলে দেবে? কিন্তু এই জল্পনার শুরু ঠিক কোথায়? আসলে জল্পনার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতির আয়োজনে G20-র নৈশভোজের এই আমন্ত্রণপত্র। যেখানে লেখা রয়েছে - প্রেসিডেন্ট অফ ভারত। এরই মধ্যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র'র একটি সোশাল পোস্ট ঘিরে জোরাল হয়েছে জল্পনা।                       


বিজেপি মুখপাত্র সোশাল মিডিয়ায় যে পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের আগে লেখা রয়েছে- 'দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত'। পদ অনুযায়ী এতদিন লেখা হয়ে এসেছে- 'প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া'। কিন্তু এই নামবদলের নেপথ্যে শুরু প্রশ্ন-পাল্টা প্রশ্ন। পোস্টটিতে লেখা হয়েছে, ৭ সেপ্টেম্বর ২০ তম ASEAN-INDIA সামিটে রিপাবলিক অফ ইন্ডিয়া যাচ্ছেন 'প্রাইম মিনিস্টার অফ ভারত' নরেন্দ্র মোদি।


এই প্রসঙ্গে ভিন্ন সুর শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের গলায়। গতকালই নিজের 'এক্স' অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তিনি লেখেন, 'ভারত মাতা কি জয়'। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন। হিন্দিতে এমনটাই লেখেন বিগ বি। তাঁর পোস্টে ইতিমধ্যেই ২৬ হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে রিপোস্টের সংখ্যা ছুঁয়েছে ৪,১২০ যা ক্রমেই বাড়ছে। 


কেবল অমিতাভ নয়, এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জ্যাকি শ্রফও (Jackie Shroff)-ও। তিনি বলেছেন, 'আমাদের দেশের নাম তো আগে ভারতই ছিল, তাই না? আমার নাম তো জ্যাকি। তবে আমায় কেউ কেউ জকি বলে ডাকেন, কেউ আবার জাকি। তাতে কি আমি মানুষটা বদলে যাচ্ছি? নাম বদলালেই তো সবকিছু বদলে যায় না। মানুষ দেশের নাম বদলাতে পারে, কিন্তু মনে রাখবেন, আমরা সবাই ভারতীয়।'


এই প্রসঙ্গে ট্যুইট করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি ইতিহাসের কথা টেনে নিয়ে এসে বলেন, 'এই নামটাকে এত ভালবাসার কী আছে? ওরা সিন্ধু উচ্চারণ করতে পারত না বলে ইন্দাস করে দিয়েছিল। সেখান থেকে হিন্দোস এবং এমনই গোলমাল করে ইন্ডিয়া নামটির উদ্ভব। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত সাম্রাজ্য যখন এক ছাতার তলায় আসে, তাকে বলা হয়েছিল ভারত। আমাদের ব্রিটিশরা রেড ইন্ডিয়ান বলত যার অর্থ দাস! ইন্ডিয়া ব্রিটিশদের দেওয়া নাম। পুরনো অভিধানে ভারত নামের অর্থ ছিল দাস। পরবর্তীতে সেটা বদলানো হয়। আমরা ভারতীয়, ইন্ডিয়ান নয়।'


 






আরও পড়ুন: Parineeti-Raghav Wedding: সেজে উঠছে রাজস্থানের প্যালেস, চলতি মাসেই রীতি মেনে বিয়ে রাঘব-পরিণীতির