যুক্তরাষ্ট্র: কেরিয়ারের ৪৭ তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। (Novak Djokovic) যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে স্ট্রেট সেটে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন সার্বিয়ান টেনিস তারকা। ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে নোভাক হারিয়ে দেন ফ্রিৎজকে। এখনও পর্যন্ত ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন জোকার। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক জোকারই। ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে সার্বিয়ান টেনিস তারকার সামনে এই যুক্তরাষ্ট্র ওপেনে। (US Open 2023) 


এই মুহূর্তে ৩৬ বছর বয়স জােকারের। নিউ ইয়র্কে এই নিয়ে ১৩ বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা। গতকাল ম্য়াচের পর জকোভিচ বলেন, ''এই বয়সে এসে আমার কাছে প্রতিটা মুহূর্তই ভীষণ স্পেশাল। যতবার আমি কোর্টে নামি, ততবারই সুযোগ তৈরি করার চেষ্টা করি। আমি জানি না আর কতগুলো সুযোগ আমি পাব। কিন্তু যা যা পাব তাতে নিজেকে নিংড়ে দিতে চাই।'' জােকার আরও বলেন, ''এই কোর্টে আমার বেশ কিছু স্মৃতিজড়ানো মুহূর্ত রয়েছে। এবারও সেই সুযোগ রয়েছে। আমি আমার ক্যাবিনেটে তৃতীয় ইউ এস ওপেন ট্রফিটি দেখতে চাই।'' সেমিফাইনালে জোকারের প্রতিপক্ষ হতে চলেছেন বেন শেল্টন। 


পুরুষদের টেনিসে সিঙ্গলস প্লেয়ারদের মধ্যে ৪৬ বার গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে পৌঁছেছিলেন ফেডেরার। রাফায়েল নাদাল ৩৮ বার গ্র্যান্ডস্লামের সেমিতে পৌঁছেছিলেন। সবাইকে টপকে জকোভিচ ৪৭ বার গ্র্যান্ডস্লামের সেমিতে জায়গা করে নিলেন। 


উল্লেখ্য, চলতি ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অনবদ্য জয় ছিনিয়ে নিয়ে নোভাক জকোভিচ ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। সেই ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিলেন ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে। খেলার ফল ৬-০, ৬-২, ৬-৩। ২০২১ সালে ড্যানিল মেদভেদেভের কাছে হারতে হয়েছিল জোকারকে। এরপর গত বছর এই টুর্নামেন্টে খেলতে নামতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা। এবার নেমে প্রথম রাউন্ডেই সহজ জয় ছিনিয়ে নিলেন তিনি। একই সঙ্গে এটিপি ক্রমতালিকাতেও শীর্ষে উঠে এলেন ফের। টপকে গেলেন স্পেনের কার্লোস আলকারাজকে। এই প্লেয়ারের বিরুদ্ধে চলতি বছর উইম্বলডনে (Wimbeldon 2023) হারতে হয়েছিল জোকারকে।


এদিন খেলা শেষের পর দর্শকদের দিকে তাকিয়ে জোকার বলেন, ''রাত ১টা বাজে। তার পরেও এখানে বসে সকলে আমার খেলা দেখছেন। আমার কাছে এটা খুবই গর্বের। ম্যাচটা খুব দেরি করে শুরু হয়েছিল। এখানে কিছু অনুষ্ঠান ছিল, তাই জানতাম শুরু হতে সময় লাগবে। তবে দু’বছর পর এখানে ফিরে কোর্টে নামার জন্য আমি খুবই উদ্‌গ্রীব ছিলাম।'' উল্লেখ্য, জকোভিচ এই টুর্নামেন্টে ১০ বার ফাইনালে পৌঁছে ৩ বার জিতেছেন। বয়স ৩৬ পেরিয়েছে। তবে এখনও যে তিনি যে কোনও প্রতিদ্বন্দ্বীর ঘাম ছুটিয়ে দিতে পারেন, এদিনের খেলাই সেটাই বোঝালেন ২৩ টি গ্র্যান্ডস্লামের মালিক। দ্বিতীয় রাউন্ডে খেলবেন স্পেনের বার্নেব জ়াপাটা মিরালেসের বিরুদ্ধে। যিনি খাতায় কলমে অনেক পিছিয়ে সার্বিয়ান তারকার থেকে। বিশ্ব ক্রমতালিকায় জা়পাটা ৭৬ নম্বর স্থানে রয়েছেন।