নয়াদিল্লি: প্রযোজক জ্যাকি ভাগনানির (Jackky Bhagnani) সংস্থা 'পূজা এন্টারটেনমেন্ট'-এর (Pooja Entertainment) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব সংস্থার কর্মীরা। তাঁদের মূল অভিযোগ, সংস্থার তরফে বিগত বেশ অনেকদিন ধরেই ঠিক মতো প্রাপ্য টাকাপয়সা (delay in payment) দেওয়া হচ্ছে না। আর কী অভিযোগ?


জ্যাকি ভাগনানির সংস্থার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ কর্মীদের


সম্প্রতি এই সংস্থার কিছু কর্মী সোশ্যাল মিডিয়া বিশেষত ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তাঁরা তাঁদের প্রাপ্য পেমেন্ট পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সংস্থার তরফে। এই দেরির জন্য রীতিমতো বিরক্ত তাঁরা, এবং সেই ক্ষোভ তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। এত বড় সংস্থার তরফে এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন তাঁরা। 


ক্রু সদস্য রুচিতা কাম্বলে ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লেখেন। এমনকী তিনি অন্যদের অনুরোধ করেন যে এই সংস্থার সঙ্গে যেন তাঁরা কাজ না করেন। সংস্থার মালিক জ্যাকি ও তাঁর বাবা বাসু ভাগনানি। তিনি লেখেন, 'এই ধরনের পোস্ট করার মতো মানুষ নই কিন্তু কখনও কখনও সকলেরই জমা কথা বের করার প্রয়োজন পড়ে! আমার টিম ও ক্রু-কে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা পাওয়ার জন্য দিন থেকে রাত একাধিক সমস্যার মুখে পড়তে দেখে এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি। এই অল্পবয়সী মেয়েদের নিছক হতাশা পড়ুন যাঁরা 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সম্পূর্ণ অবহেলা এবং নিছক অব্যবসায়িক, অনৈতিক আচরণের শিকার যা আমরা সবাই অনেকদিন ধরে সহ্য করে আসছি, তা নিখুঁতভাবে বলেছেন।'




সেই পোস্টে দাবি করা হয়েছে একটি কাজ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা হয়েছিল, যা তাঁর মতে 'অত্যন্ত অপেশাদার' ব্যবহার। কিন্তু এখানেই শেষ নয়। ওই পোস্টে দাবি করা হয়েছে যে, নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরেও একজন থেকে অন্যজনের কাছে অনুরোধই সার হয়েছে, টাকা মেলেনি। ওই কর্মীর কথায় সকলে ধৈর্য্য ধরে অপেক্ষা করেছে কারণ তাঁরা 'সিনেমা তৈরির প্যাশন' নিয়ে কাজে নেমেছেন। তবে এরপরেই বিস্ফোরক ওই কর্মী বলেন, 'কিন্তু এই আবেগের এভাবে সদ্ব্যবহার করা মেনে নেওয়া যায় না। টাকা পাওয়ার কোনও আশা নেই কিন্তু এই পোস্টটা অগুন্তি মানুষকে 'পূজা এন্টারটেনমেন্ট', জ্যাকি ভাগনানি, বাসু ভাগনানির দ্বারা চালিয়ে আসা এই প্রতারণামূলক কাজের ব্যাপারে সতর্ক করার জন্য এবং ওঁদের সঙ্গে কাজ না করাই শ্রেয়।' তিনি এই পোস্টটি ছড়িয়ে দেওয়ার অনুরোধও করেছেন। 




এই পোস্টের পর আরও এক কর্মীও এগিয়ে এসেছেন অভিযোগ নিয়ে। যদিও প্রযোজনা সংস্থার নাম না নিয়ে তিনি লেখেন, 'আমি বছর ২ আগে একটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলাম। আমি এবং আমার সঙ্গে কাজ করা আরও অন্তত ১০০ জন কর্মী এখনও আমাদের প্রাপ্যের (২ মাসের বেতন) জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। অথচ অভিনেতাদের সঙ্গে সঙ্গে প্রাপ্য মিটিয়ে দেওয়া হয় কারণ তাঁরা অভিনেতা। কোনও প্রযোজকের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, আমার পরিশ্রম করে আয় করা টাকা কোথায়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পরিশ্রম করে আয় করা টাকা আমি কবে পাব?'


তাঁদের পাশে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেন। একজন কমেন্টে লেখেন, 'এটা আমার সঙ্গেও হচ্ছে এবং আমি আমার টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রযোজকেরা ফোন ধরছেন না।' অপর একজন লেখেন, 'ওঁরা নিঃসন্দেহে সবচেয়ে খারাপ। ওঁরা মনে করে যে আউটডোর লোকেশনে প্লেনে করে নিয়ে যাওয়াই যথেষ্ট। এরপরেও তারা ক্রুয়ের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারে না তারা। এখন কর্মীদের টাকাও আটকে রেখেছে। দুঃখজনক, কিন্তু তোমার টিমের মাথার ওপরেও অনেকটা নির্ভর করে।'


আরও পড়ুন: SRK-Samantha: এবার সামান্থার সঙ্গে জুটি বাঁধবেন কিং খান? পরিচালনায় রাজকুমার হিরানি!


১৯৮৬ সালে তৈরি 'পূজা এন্টারটেনমেন্ট' নামক এই প্রযোজনা সংস্থা 'কুলি নং ১', 'বিবি নং ১', 'রংরেজ', 'শাদি নং ১', 'জওয়ানি জানেমন'-এর মতো একাধিক প্রজেক্টের প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ ছবি অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ', যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।