নয়াদিল্লি: দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারার (Nayanthara) সঙ্গে জুটি বাঁধার পর এবার সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। ছবির পরিচালনায় নাকি রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। এমনই খবর মিলছে। 'ডাঙ্কি'র (Dunki) পর ফের একসঙ্গে কিং খানের সঙ্গে কাজ রাজু হিরানির, সঙ্গী সামান্থা, খবর ছড়াতেই উত্তেজনার পারদ চড়ছে। 


এবার শাহরুখ-সামান্থা জুটি? কী বিষয়ে তৈরি হবে ছবি?


'ডাঙ্কি' তৈরির পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। সূত্রের খবর, আগামী ছবি সই করেছেন কিং খান, আর বিপরীতে নাকি সামান্থা। শোনা যাচ্ছে অ্যাকশন, রহস্য ও দেশাত্মবোধে ভরপুর হবে এই ছবি। তবে এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই এখনও মেলেনি। তার জন্য নিঃসন্দেহে অপেক্ষার প্রহর গুনতে হবে অনুরাগীদের। 


যদি এই সমস্ত খবর সত্যি হয়, তাহলে অবশ্যই অনুরাগীদের জন্য উপভোগ্য কিছুই আসতে চলেছে। পর্দায় সাধারণ মানুষের আবেগ ফুটিয়ে তুলতে রাজু হিরানির জুড়ি মেলা ভার। সেই সঙ্গে যে কোনও অভিনেতার মধ্যে থেকে অভিনয়ের সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত তিনি। অন্যদিকে, বেশ কিছুদিনের বিরতিতে রয়েছেন সামান্থা। এটি তাঁর কামব্যাক প্রজেক্ট হলে তা নিঃসন্দেহে একটি সোনার সুযোগ।


কাজের ক্ষেত্রে, শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি এবং বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবি ছিল এটি। প্রায় ৪ বছরের বিরতির পর ফিরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেন তিনি। যদিও দুর্দান্ত ২০২৩-এর পর ২০২৪ সালে সম্ভবত তাঁর কোনও মুক্তি নেই। কোনও আসন্ন ছবির ঘোষণাও করেননি তিনি। তবে জানিয়েছিলেন শ্যুটিং শুরুর কথা। এছাড়া সূত্রের খবর, 'কেজিএফ' তারকা যশের পরবর্তী 'টক্সিক' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'কিং' তৈরির কাজ চলছে বলে খবর। সূত্রের এও খবর যে এই ছবিতে তাঁকে মেয়ে সুহানার সঙ্গে কাজ করতে দেখা যাবে, এবং তেমন হলে এটিই সুহানার বড়পর্দায় ডেবিউ ছবি হবে। 


আরও পড়ুন: Sonakshi-Zaheer Marriage: বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা? কী বললেন হবু শ্বশুর?


অন্যদিকে, ২০২৩ সালে 'খুশি' ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে শেষ দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নেন 'দ্য ফ্যামিলি ম্যান ২' অভিনেত্রী। এরপর তাঁকে বরুণ ধবনের বিপরীতে 'সিটাডেল ইন্ডিয়া'য় দেখা যাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।