মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা জ্যাকি ভাগনানির বিয়ে নিয়ে সরগরম টিনসেল টাউন। তিনি নিজেও জানিয়েছেন, তাঁর মা চান, তিনি বিয়েটা সেরেই ফেলুন।

সম্প্রতি, ‘দিল জংলী’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা-প্রযোজক বলেন, আমি শীঘ্রই বিয়ে করছি। তবে একইসঙ্গে তিনি স্বীকার করে নেন, এই মন্তব্য তিনি মায়ের জন্য করেছেন। কারণ, এই কথা শুনলে তাঁর মা খুশি হবেন।

জ্যাকি যোগ করেন, যেদিন সলমন খান বিয়ে করবেন, তার পরের দিনই তিনি সাতপাকে বাঁধা পড়বেন। পরে অবশ্য অভিনেতা জানান, এই মুহূর্তে তাঁর বিয়ে করার মানসিকতা নেই।

প্রসঙ্গত, ‘দিল জংলী’ ছবি প্রযোজনা করছেন জ্যাকি। সেখানে একটি গানে তাঁকে দেখাও যাবে।