মুম্বই: লকডাউনের সময় সলমনের সঙ্গে পানভেল ফার্মহাউসে কাটাচ্ছিলেন জ্যাকলিন। কয়েকমাস সলমনের ফার্মহাউসে কাটানোর সময় গানও রেকর্ড করেন জ্যকলিন। কিন্তু এখন তিনি ফিরে এসেছেন মুম্বই। শুধু লকডাউন শিথিল হয়েছে বলেই নয়, এক দুর্দশাগ্রস্ত বন্ধুর পাশে দাঁড়াবেন বলেই শহরে ফিরেছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে খবর, লকডাউনের সময় পানভিল থেকে এক বন্ধুর সঙ্গে কথা হয় জ্যাকলিনের। তিনি জানতে পারেন, খুবই সমস্যায় আছেন তিনি। তাঁর বন্ধুর ভাল না-থাকার কথা শুনেই মুম্বই ফেরার পরিকল্পনা করে ফেলেন তিনি।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। অবস্থা বুঝে ৩১ জুলাই অবধি লকডাউন বাড়িয়েছে সরকার।
এই পরিস্থিতিতেও কেন মুম্বই ফিরলেন তিনি, এতটা ঝুঁকি নিয়ে? কারণ অবশ্যই, তাঁর প্রিয় বন্ধু। এর থেকেই বোঝা যাচ্ছে, এখনও কিছু বন্ধুত্বর জন্য ঝুঁকিও নিতে পারেন এই ডাকসাইটে সুন্দরী।
সলমনের ফার্মহাউস ছেড়ে কার জন্য মুম্বই ছুটে এলেন জ্যাকলিন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 10:21 AM (IST)
শুধু লকডাউন শিথিল হয়েছে বলেই নয়, এক দুর্দশাগ্রস্ত বন্ধুর পাশে দাঁড়াবেন বলেই শহরে ফিরেছেন তিনি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -