কলকাতা: শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিম ডি. গুপ্তর (Pratim D Guptaa) আগামী ছবি 'চালচিত্র' (Chaalchitro)। আজ প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার (motion poster), যেখানে ঘোষণা করা হল সম্পূর্ণ স্টার কাস্টের (star cast) তালিকা। থ্রিলার ঘরানার এই ছবিতে দেখা যাবে একগুচ্ছ তারকাকে অভিনয় করতে। 


প্রকাশ্যে এল 'চালচিত্র'র মোশন পোস্টার ও সম্পূর্ণ কাস্ট


প্রতিম ডি গুপ্তর পরিচালনায় শ্যুটিং চলছে 'চালচিত্র' ছবির। থ্রিলার ঘরানার এই ছবিতে দেখা যাবে একাধিক তারকাকে। এই ছবির হাত ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একইসঙ্গে এই ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ করছেন বলিউডের অভিনেতা শান্তনু মাহেশ্বরী। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ইন্দ্রজিৎ বসু। এদিন জানা গেল গোটা কাস্টের নাম।


'ফ্রেন্ডস কমিউনিকেশন'-এর প্রযোজনায় তৈরি এই ছবির মোশন পোস্টার শেয়ার করেন কলাকুশলীরা, বুধবার। সকলেই ক্যাপশনে লেখেন, 'গল্প হলেও সত্যি/ মিথ্যের ছাঁচ ভর্তি/ পুরোনো সুরে নতুন গান/ রাজা হবে খান খান'। কালো ব্যাকগ্রাউন্ডে লালে লেখা চালচিত্র, সেই সঙ্গে নেপথ্যে শোনা যাচ্ছে মেট্রো স্টেশনের ঘোষণা, ঘড়ির টিকটিক শব্দ, গাড়ির শব্দ আর তারপরই গুলির আওয়াজ। সেই সঙ্গে ভেসে উঠল প্রত্যেক কলাকুশলীর নাম। 


এই ছবিতে দেখা যাবে, টোটা রায়চৌধুরী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রজিৎ বসু, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, স্বস্তিকা দত্ত, তনিকা বসুকে। 


শান্তনু এই ছবির মোশন পোস্টার শেয়ার করে লেখেন, 'আমার সর্বপ্রথম বাংলা ছবি 'চালচিত্র'র মোশন পোস্টার শেয়ার করতে পেরে অত্যন্ত উত্তেজিত। প্রতিম ডি গুপ্ত স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম ফের... ওঁর গল্পের অংশ হয়ে ওঠা অত্যন্ত ভাগ্যের... সেই সঙ্গে অত্যন্ত প্রতিভাবান এই ছবির কাস্টের অংশ হতে পারছি... ওঁদের সঙ্গে কাজ করার সুযোগ আমার জন্য শিক্ষণীয়... অত্যন্ত উত্তেজিত।'


 






আরও পড়ুন: 'Peace Rate': এক পর্দায় দীপাংশু-সায়ন-অনুরাধা, মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'পিস রেট'


'চালচিত্র' একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাঁদের নেতৃত্বে রয়েছেন দুঁদে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এই আধিকারিকেরা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়। তারপর? অবশ্যই রহস্যের সমাধান হবে ছবির মুক্তির পর। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেই চলছে ছবির শ্যুটিং। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficia