মুম্বই: আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে দুজনেরই। ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহি (Nora Fatehi) দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ইডি। মাত্র কয়েকদিন আগেই এই মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন। তাঁকে আদালতের বেশ কিছু শর্ত মেনে চলতে হচ্ছে। আর এবার সেই জ্যাকলিনের বিরুদ্ধেই মানহানির মামলা ঠুকলেন নোরা ফতেহি। আর নোরার করা মামলায় জবাবও দিলেন জ্যাকলিন। তবে, তিনি নিজে কোনও বিবৃতি দেননি। তাঁর হতে তাঁর আইনজীবী জবাব দিয়েছেন।


নোরাকে জবাব জ্যাকলিনের-


সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফার্নান্ডেজের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, 'প্রিন্ট মিডিয়া বা কোনও প্রকার ইলেক্টনিক মিডিয়ায় নোরার বিরুদ্ধে জ্যাকলিন কোনওরকম বিবৃতি দেননি। কোনও নোরাকে নিয়ে কোনও প্রকার কথা বলেননি। ইডির জিজ্ঞাসাবাদে কী কথা হচ্ছে, তা সম্পূর্ণভাবে গোপন রেখেছেন তিনি। আইনের সমস্ত নিয়ম মেনে চলছেন। সোশ্যাল মিডিয়াতেও কোনওরকম মতামত রাখা থেকে নিজেকে দূরে রেখেছেন। নোরার করা মানহানির মামলার কোনওরকম অফিশিয়াল নথি এখনও পর্যন্ত আমরা পাইনি। যখনই আমরা অফিশিয়াল কোনও নথি হাতে পাবো, তারপর পরবর্তী পদক্ষেপ করব। আইনের পথ ধরেই চলব আমরা।'


আরও পড়ুন - Year Ender 2022: আগামী বছর বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে যে স্টার কিডদের


তিনি আরও বলেন, 'নোরার প্রতি যথেষ্ট সম্মান প্রদান করেছেন আমার মক্কেল। নিশ্চয়ই এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়েছএ। আমার মক্কেলের কোনও রকম ইচ্ছাই নেই নোরার মানহানি করার। যদি জ্যাকলিনকে কোনওপ্রকার আইনি জটিলতায় পড়তে হয়, তাহলে তিনি আইনি পদ্ধতিতেই তার জবাব দেবেন এবং নিজের সম্মান বজায় রাখবেন।'


প্রসঙ্গত, জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা করেন নোরা ফতেহি। তাঁর অভিযোগ ছিল, জ্যাকলিন ইচ্ছাকৃত তাঁর নামে কুৎসা করছেন। অভিনেত্রী তাঁকে হিংসা করেন। তাঁর সাফল্যকে হিংসা করেন। আর সেই কারণেই মিথ্যে বক্তব্য রেখে তাঁর মানহানি করার চেষ্টা করছেন।


জ্যাকলিন ফার্নান্ডেজকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'রাম সেতু' ছবিতে। আর খুব শীঘ্রই দেখা যেতে চলেছে 'সার্কাস' ছবিতে।