শিবাশিস মৌলিক, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) সমীক্ষার (survey) কাজ না করার দাবিতে প্রতিবাদে সামিল অঙ্গনওয়াড়ি (anganwadi) ও আশা (ICDS) কর্মীরা। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল (meeting) তাঁদের। সঙ্গে সংযোজন, অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। 


কী দাবি তাঁদের?
বিক্ষোভকারীদের বক্তব্য় স্পষ্ট। দফতর-বহির্ভূত ভাবে তাঁদের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনা সমীক্ষার কাজ চাপিয়ে দেওয়া হয়েছে যা তাঁরা কিছুতেই করবেন না। মোট ১৩ দফা দাবি রয়েছে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের। 
পাশাপাশি, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী রেবা রায় বিশ্বাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও পথে নেমেছেন তাঁরা। সরকারি-স্বীকৃতিও চাইছেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। এদিন মিছিলের পর স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে বিক্ষোভকারীদের। ডেপুটেশন জমা পড়বে রাজ্য়পাল এবং নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রীর কাছেও। তাঁদের একজনের কথায়, 'আমরা অন্তত আতঙ্কিত হয়ে রয়েছি। যে অর্ডার বেরিয়ে গিয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হলেও জের চলতে থাকবে। রেবা রায় বিশ্বাসের মতো অনেকেরই প্রাণনাশের ভয় রয়েছে।' 


রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য...
স্বরূপনগরে এক অঙ্গনওয়াড়ি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে গত কাল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। তা নিতে না পরেই আত্মঘাতী হন রেবা বিশ্বাস রায় নামে ওই ICDS কর্মী। পরিবার সূত্রে খবর, সোমবার বাড়ির পিছন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই অঙ্গলওয়াড়ি কর্মীর। অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। সমীক্ষায় গিয়ে হুমকিও পান ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সেই চাপ সহ্য করতে না পেরেই বছর ৪৯-এর রেবা বিশ্বাস রায় আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। স্বরূপনগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ICDS কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি। গোটা ঘটনায় সোমবার সকালে স্বরূপনগরের বিডিও অফিসের সামনের সামনে পথ অবরোধ করে বিজেপি। বিডিও কৃষ্ণগোপাল ধাড়ার অবশ্য দাবি, তিনি এখনও কোনও অভিযোগ পাননি। তবে প্রাথমিক ভাবে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের এলাকা ধরে সমীক্ষা চলছে। সেই সমীক্ষার কাজেই যুক্ত ছিলেন রেবা বিশ্বাস। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কোনও কিছু পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বার বার হুমকির মুখে পড়ার অভিযোগ আনছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা?কিছু দিন আগে সন্দেশখালিতে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। তিনি লিখিত কমপ্লেনও দায়ের করেন। কিন্তু এক্ষেত্রে রেবা বিশ্বাস রায়ের তরফে কোনও অভিযোগ আসেনি। প্রসঙ্গত, নভেম্বরের শেষ দিকেই বাঁকুড়ার ইন্দপুরে অঙ্গনওয়াড়ি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। 




 


আরও পড়ুন:সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ নিয়ে কী বলল চিন ?