মুম্বই: বিতর্ক উসকে দিয়েছিলেন অভয় দেওল। প্রশ্ন তুলেছিলেন, সেলেবরা কোন বুদ্ধিতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দিচ্ছেন। তাতে সোনম কপূরের সঙ্গে তাঁর কথা কাটাকাটিও হয়।


আর এবার জ্যাকলিন ফার্নান্ডেজ এসে দাঁড়ালেন অভয়ের পাশে। জানিয়ে দিলেন, তিনিও রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন করবেন না। এ জন্য স্পষ্ট কিছু কারণও দেখিয়েছেন তিনি। তাঁর কথায়, কোনও প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। ওই ব্র্যান্ডের মুখ হিসেবে তাঁর নিজের তা ব্যবহার করে দেখার কথা, দেখার কথা, তারা যা বলছে তা ঠিক কিনা। কিন্তু মিথ্যে বিজ্ঞাপন মানুষকে প্রতারিত করে।

জ্যাকলিনের মতে, গাত্রবর্ণ দিয়ে মানুষকে বিচার করা অন্যায়। এ ধরনের বিজ্ঞাপনে ছোটদের কাছে ভুল বার্তা যায়।

তিনি জানিয়েছেন, যা সমাজকে প্রভাবিত করে এমন জিনিসের বিজ্ঞাপন সম্পর্কে তিনি অত্যন্ত সতর্ক থাকবেন। বৈষম্যমূলক কোনও কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করবেন না তিনি।