মুম্বই: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে তোলাবাজির মামলা চলছে। দুর্নীতিগ্রস্ত সুকেশ চন্দ্রশেখর মামলায় তদন্ত করে অভিনেত্রী জ্যাকলিনের নাম সামনে এসেছে। 


সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার শিরোনামে উঠে আসছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। সাম্প্রতিক সূত্রের খবর অনুযায়ী, 'রাম সেতু' অভিনেত্রীকে বিমানবন্দরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকেরা আটকায়। সূত্রের খবর, তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে আপাতত ২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলা চলছে। ফলে তদন্ত চলাকালীন তাঁকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হল না। দিল্লিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই।


আরও পড়ুন: Akshay Kumar in Ram Setu: 'দিউ তোমাকে মন দিলাম,' শ্যুটিং শেষে পোস্ট অক্ষয় কুমারের


এক প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন একটি অনুষ্ঠানের জন্য দুবাই যাচ্ছিলেন। সেই সময়েই মুম্বই বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে 'লুক আউট সার্কুলার' (LOC - Look Out Circular) অনুযায়ী আটকে দেন। সূত্রের খবর অনুযায়ী, এরপর অভিনেত্রীকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে।


আর্থিক দুর্নীতি মামলায় দুর্নীতিগ্রস্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তেই নাম উঠে আসে জ্য়াকলিনের। তাঁর নাম উঠে আসে কারণ খোঁজ মেলে ওই ব্যক্তি তাঁকে দামী উপহার পাঠাতেন। এমনকী এই মামলায় বলিউডের অপর অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) নামও জড়ায়। তাঁদের দুই জনকেই জিজ্ঞাসাবাদ করেছে ED। যদিও 'এই মামলায় কোনও যোগ নেই নোরা ফতেহির', এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর টিম।


প্রসঙ্গত, আপাতত জ্যাকলিনের একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, 'রাম সেতু' (Ram Setu), 'সার্কাস' (Cirkus), 'বচ্চন পাণ্ডে' (Bachchan Pandey) প্রভৃতি।