ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন জাহ্নবী। যেখানে দেখা যাচ্ছে লাল রঙের গাউন পরে আছেন তিনি। অভিনেত্রীর হেয়ার স্টাইলিস্ট তাঁর চুল ঠিক করছেন। আর সেই সময় খাবার খাচ্ছেন অভিনেত্রী। অন্য ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং তাঁর স্টাইলিং টিম জামা পরা নিয়ে কার্যত লড়াই করছেন। আগে এবং পরে এই ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করেছেন জাহ্নবী। স্পষ্টতই, অতিরিক্ত খাওয়া দাওয়ায় ওজন বেড়েছে সেটাই বোঝাতে চেয়েছেন জাহ্নবী। তাঁর অনুরাগীরা মন্তব্য করেছেন ওই পোস্টে।
উল্লেখ্য, ২০১৮ সালে ধড়ক ছবির হাত ধরে বলিউডে প্রবেশ জাহ্নবীর। শেষ দেখা যায় গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল ছবিতে। জোয়া আখতারের হরর অ্যান্থোলজিতেও দেখা যায় তাঁকে। পঞ্জাবে গুড লাক জেরি ছবির জন্য শ্যুটিং করেছিলেন জাহ্নবী। কিন্তু কৃষক আন্দোলনের জন্য স্থগিত হয়ে যায় শ্যুটিং। তাই মুম্বই ফিরে আসেন অভিনেত্রী। দোস্তানা এবং তাকত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। একইসঙ্গে রুহি আফজানা ছবিতেও অভিনয় করেছেন। দিনকয়েক আগে বাণিজ্য নগরীর জুহুতে বাড়ি কিনেছেন অভিনেত্রী। গত বছর ৭ ডিসেম্বর এই বাড়ি কেনা নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যেই ৭৮ লক্ষ টাকা দিয়েছেন জাহ্নবী।