Budget 2021 in Market: বাজেট পেশের পরদিনই ৫০,০০০ পার হল সূচক, নিফটিও রেকর্ড উঁচু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 01:14 PM (IST)
Union Budget 2021 in Indian Market: অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট সাহসী, বৃদ্ধি ফোকাস করে তৈরি বাজেট।
NEXT
PREV
মুম্বই: বাজেট পেশের পরদিনও একইভাবে চাঙ্গা বাজার। শেয়ার সূচক সকালেই ১,৩৫০ পয়েন্ট উঠে ৫০,০০০-এর গণ্ডী টপকে গিয়েছে। নিফটিও ১৪,৫০০ পেরিয়ে নয়া রেকর্ড করেছে। গতকাল করোনা সঙ্কট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন। তখন থেকে হাসি ফুটেছে শেয়ার বাজারে।
বম্বে স্টক এক্সচেঞ্জ আজ খোলার সঙ্গে সঙ্গে সূচক ৫০,০০০ পেরিয়ে যায়। তারপর অল্প কিছুটা নেমে এলেও তা ৪৯,৫০০-র ওপর রয়েছে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিয়ামক নিফটি সকালে বাজার খোলার সময় প্রায় ৩৫০ পয়েন্ট বা ২.৪২ শতাংশ উঠে ১৪,৬২৭ ছুঁয়ে ফেলে। বাজারেও এইচইউএল ছাড়া অন্যান্য সব শেয়ারই ভাল ব্যবসা করছে। গাড়ি, এফএমসিজি, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, ধাতু- সব কিছুরই সূচক উঠেছে দেড় থেকে ৩ শতাংশ।
কুড়ি বছরের বেশি সময় ধরে দেখা যাচ্ছে, অর্থমন্ত্রীর বাজেট পাঠের পরেই শেয়ার বাজার পড়ে যায়। কিন্তু এতদিন পর এবার বাজেটের পর শেয়ার বাজারে দারুণ উৎসাহ দেখা গিয়েছে। অর্থমন্ত্রী সীতারমণ অর্থনীতির হাল ফেরানোর জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা ঘোষণার পরেই চাঙ্গা হয়েছে বাজার। গতকাল ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা FPI ১,৪৯৪.২৩ কোটি টাকার শেয়ার কিনেছেন। অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট সাহসী, বৃদ্ধি ফোকাস করে তৈরি বাজেট। বিশেষ করে অনেকে ভয় করেছিলেন, কোভিড কর বসবে, করও বাড়বে। সে সব কিছুই না হওয়ায় অক্সিজেন পেয়েছে বাজার। তা ছাড়া দুটি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং অলাভজনক সম্পত্তি বিক্রয়ের ঘোষণা ভাল প্রভাব ফেলেছে এখানে।
২০ বছরের পুরনো বেসরকারি গাড়ি বাতিল করার সিদ্ধান্তে উপকৃত হয়েছে গাড়ি বাজার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে নিফটি অটো ইনডেক্স ৪ শতাংশের বেশি বেড়ে যায়। সব থেকে বেশি দাম বাড়ে অশোক লেল্যান্ডের, তারপর টাটা মোটর্স, এমঅ্যান্ডএম, বস, ভারত ফোর্জ, মাদারসন সুমি, এমআরএফ এবং ইশার মোটর্স। ৪ থেকে ৭ শতাংশ বেড়ে যায় শেয়ারের দাম।
মুম্বই: বাজেট পেশের পরদিনও একইভাবে চাঙ্গা বাজার। শেয়ার সূচক সকালেই ১,৩৫০ পয়েন্ট উঠে ৫০,০০০-এর গণ্ডী টপকে গিয়েছে। নিফটিও ১৪,৫০০ পেরিয়ে নয়া রেকর্ড করেছে। গতকাল করোনা সঙ্কট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন। তখন থেকে হাসি ফুটেছে শেয়ার বাজারে।
বম্বে স্টক এক্সচেঞ্জ আজ খোলার সঙ্গে সঙ্গে সূচক ৫০,০০০ পেরিয়ে যায়। তারপর অল্প কিছুটা নেমে এলেও তা ৪৯,৫০০-র ওপর রয়েছে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিয়ামক নিফটি সকালে বাজার খোলার সময় প্রায় ৩৫০ পয়েন্ট বা ২.৪২ শতাংশ উঠে ১৪,৬২৭ ছুঁয়ে ফেলে। বাজারেও এইচইউএল ছাড়া অন্যান্য সব শেয়ারই ভাল ব্যবসা করছে। গাড়ি, এফএমসিজি, তথ্য প্রযুক্তি, পরিকাঠামো, ধাতু- সব কিছুরই সূচক উঠেছে দেড় থেকে ৩ শতাংশ।
কুড়ি বছরের বেশি সময় ধরে দেখা যাচ্ছে, অর্থমন্ত্রীর বাজেট পাঠের পরেই শেয়ার বাজার পড়ে যায়। কিন্তু এতদিন পর এবার বাজেটের পর শেয়ার বাজারে দারুণ উৎসাহ দেখা গিয়েছে। অর্থমন্ত্রী সীতারমণ অর্থনীতির হাল ফেরানোর জন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা ঘোষণার পরেই চাঙ্গা হয়েছে বাজার। গতকাল ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা FPI ১,৪৯৪.২৩ কোটি টাকার শেয়ার কিনেছেন। অর্থনীতিবিদ ও শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট সাহসী, বৃদ্ধি ফোকাস করে তৈরি বাজেট। বিশেষ করে অনেকে ভয় করেছিলেন, কোভিড কর বসবে, করও বাড়বে। সে সব কিছুই না হওয়ায় অক্সিজেন পেয়েছে বাজার। তা ছাড়া দুটি সরকারি ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং অলাভজনক সম্পত্তি বিক্রয়ের ঘোষণা ভাল প্রভাব ফেলেছে এখানে।
২০ বছরের পুরনো বেসরকারি গাড়ি বাতিল করার সিদ্ধান্তে উপকৃত হয়েছে গাড়ি বাজার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে নিফটি অটো ইনডেক্স ৪ শতাংশের বেশি বেড়ে যায়। সব থেকে বেশি দাম বাড়ে অশোক লেল্যান্ডের, তারপর টাটা মোটর্স, এমঅ্যান্ডএম, বস, ভারত ফোর্জ, মাদারসন সুমি, এমআরএফ এবং ইশার মোটর্স। ৪ থেকে ৭ শতাংশ বেড়ে যায় শেয়ারের দাম।
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -