ছবিতে দেখুন- শরীর চর্চায় মনোনিবেশ, জিমের বাইরে ক্যামেরাবন্দি জাহ্নবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2019 08:05 PM (IST)
1
ছবি- মানব মঙ্গলানি
2
তাঁকে বেশ স্নিগ্ধ এবং সতেজ দেখাচ্ছিল।
3
এদিন কালো রঙের আপার এবং সাদা রঙের শর্টস পরে জিমে যেতে দেখা যায় জাহ্নবীকে।
4
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় বলিউড তারকাদের জিম সেশনের ছবি, ভিডিও। সারা আলি খান, ক্যাটরিনা কাইফ, মালাইকা অরোরা, শিল্পা শেট্টিদের মতো তারকারা প্রায়ই নিজেদের জিম সেশনের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জিম সেশনের আগে বা পড়ে প্রায়ই ক্যামেরাবন্দি হন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূরও।
5
বলিউড তারকাদের মধ্যে শরীর চর্চার বিষয়টি এখন বেশ চোখে পড়ার মতোই। বিশেষ করে নবাগত তারকারা যে ট্রেন্ড তৈরি করেছেন, তাতে জিম সেশন তাঁদের অগ্রাধিকারের তালিকায় সবার শীর্ষে।