বেঙ্গালুরু : সূর্যের দিকে আরও এক ধাপ এগলো আদিত্য L1। পৃথিবী থেকে পাড়ি দিয়ে এর আগে ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে ভারতের প্রথম সৌরযান। এতপর ইসরোর পরিকল্পনা অনুসারেই আদিত্য প্রথম কক্ষপথ ছেড়ে দ্বিতীয় কক্ষপথে গেল। সেকথা X প্ল্যাটফর্মে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর প্রথম বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন হল গত ৩ সেপ্টেম্বর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সূত্রে জানানো হয়, ৩ তারিখ বেলা পৌনে ১২টা নাগাদ বেঙ্গালুরু থেকে থেকে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বদল করা হয়। স্বাভাবিকভাবে কাজকর্ম করছে মহাকাশযানটি।
৫ সেপ্টেম্বর দ্বিতীয়বার কক্ষ বদলের পরে সূর্য-যান এখন পৃথিবী থেকে 282 km x 40225 km উপবৃত্তাকার পথে ঘুরছে। সূর্যযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করার পর এখন এই কক্ষে অবস্থান করছে আদিত্য। এইভাবেই বারবার কক্ষপথ বদল করে নিজের গন্তব্যে এগিয়ে যাবে আদিত্য। ফের সূর্য-যান কক্ষ-বদল করবে আগামী ১০ সেপ্টেম্বর। রাত আড়াইটে নাগাদ হবে এই রাস্তা বদল।
গত ২ সেপ্টেম্বর সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য এল ওয়ান। আগামী ২ সপ্তাহ পৃথিবীর চারপাশে পাক খাবে সে। সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়ানোর কথা আদিত্যর। তারপর বেরিয়ে যাবে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। পরের ১১০ দিনে পৌঁছবে L1 পয়েন্টে। চার মাসেরও বেশি সময় পাড়ি দিয়ে, পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লক্ষ কিলোমিটার এগিয়ে যাবে Aditya L1। সেখানে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে ভারতের প্রথম সূর্যযান।
ইসরো সূত্রে খবর, আদিত্য এল ওয়ানে, মোট সাতটি পেলোড রয়েছে।সেগুলি হল - Visible Emission Line Coronagraph বা VELC, The Solar Ultra-violet Imaging Telescope বা SUIT, The Aditya Solar wind Particle EXperiment বা ASPEX, Plasma Analyser Package for Aditya বা PAPA, The Solar Low Energy X-ray Spectrometer বা SoLEXS,
The High Energy L1 Orbiting X-ray Spectrometer বা HEL1OS এবং Magnetometer।
সূত্রের খবর, লাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছানোর পরে VELC পেলোড প্রতি দিন প্রায় দেড়া হাজার ছবি তুলে পাঠাবে। সেই ছবি দেখে তথ্য বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বোঝা যাবে সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব।