ছবির নায়ক নায়িকা দুজনেই বাঙালি, দেখুন জালেবি-র ট্রেলার
ABP Ananda, Web Desk | 11 Sep 2018 02:08 PM (IST)
মুম্বই: কাজল, রানি মুখোপাধ্যায়, সুস্মিতা সেন- সাম্প্রতিককালে বেশ কয়েকজন বাঙালি নায়িকাকে পেয়েছে বলিউড। কিন্তু বাঙালি নায়ক? মিঠুন চক্রবর্তীর পর আর কোথায়? কিন্তু এবার এক বাঙালি ছেলেকে নায়ক করেই তৈরি হচ্ছে মুকেশ ভট্টর ছবি জালেবি। নায়িকাও বাঙালি, নাম রিয়া চক্রবর্তী। রিয়া আগে ভিডিও জকি ছিলেন, তাঁকে দেখা গিয়েছে এর আগে হাফ গার্লফ্রেন্ড, সোনালি কেবল-এর মত ছবিতে। কিন্তু নায়ক বরুণ মিত্রের এটাই প্রথম ছবি। জালেবি-র ট্রেলারে নায়ক নায়িকার রসায়ন দেখার মত। তাঁরা ছাড়াও রয়েছেন বিগ বস খ্যাত দিগাঙ্গনা। দেখুন ছবির ট্রেলার। ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে জালেবি।