লন্ডন: প্রয়াত জেমস বন্ড খ্যাত অভিনেতা রজার ম্যুর। বয়স হয়েছিল ৮৯। বেশ কিছুদিন ধরে তিনি মারণ ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার, সুইৎজারল্যান্ডে মারা যান তিনি।


[embed]https://twitter.com/sirrogermoore/status/867005447018086400[/embed]

অভিনেতার সরকারি টুইটার পেজে এই খবর প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে, অত্যন্ত শোকের সঙ্গে আমরা ঘোষণা করছি যে, আমাদের পিতা স্যর রজার ম্যুর প্রয়াত হয়েছেন। আমরা সকলেই বিধ্বস্ত। শেষের দিনগুলিতে যে ধরনের ভালবাসায় তাঁকে বেঁধে রাখা হয়েছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না।


হলিউডে একটি সম্ভ্রম জাগানো নাম ছিলেন রজার ম্যুর। বিশেয করে, ‘জেমস বন্ড’ হিসেবে তাঁর অভিনয় সাড়া জাগিয়েছিল। মোট সাতটি ছবিতে জেমস বন্ড-এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।


এর মধ্যে ‘লিভ অ্যান্ড লেট ডাই’, ‘দ্য ম্যান উইথ গোল্ডেন গান’, ‘মুনরেকার’, ‘অক্টোপুসি’, ‘আ ভিউ টু এ কিল’ ও ‘দ্য স্পাই হু লাভড মি’ উল্লেখযোগ্য।