লস অ্যাঞ্জেলস: সুপারহিট সায়েন্স ফিকশন অবলম্বনে তৈরি 'অবতার' ছবির সিক্যোয়েলের শ্যুটিং শেষ করেছেন বলে জানালেন হলিউডের বিখ্যাত পরিচালেক জেমস ক্যামেরন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যামেরন জানিয়েছেন, তিনি ওই সিরিজের দ্বিতীয় ইস্টলমেন্ট 'অবতার ২' ছবির শ্যুটিং শেষ করেছেন। 'টার্মিনেটর'-খ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শ্যোয়ারজেনেগারের সঙ্গে একটি ভিডিও চ্যাটে এই খোলসা করেন তিনি। তিনি একইসঙ্গে এ-ও জানান, এই ছবির তৃতীয় পর্বের প্রায় ৯৫ শতাংশ শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ডিজনি ঘোষণা করেছিল, 'অবতার' ছবির সিরিজে আরও ৪টি ছবি তৈরি করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, 'অবতার ২' মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ১৬ ডিসেম্বর। 'অবতার ৩' মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের ২০ ডিসেম্বর। 'অবতার ৪' মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। 'অবতার ৫' মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালের ২২ ডিসেম্বর।
ক্যামেরন জানান, করোনায় ঘা আমাদের ওপরও পড়েছে। সাড়ে চার মাস প্রোডাকশনের কাজ বন্ধ ছিল। অর্থাৎ, অনেকটা সময় নষ্ট হয়েছে। এখন ছবি মুক্তির তারিখ আগে ঘোষণা হয়ে যাওয়ায় চাপ বেড়েছে। তিনি জানিয়ে রাখলেন, বর্তমানে নিউজিল্যান্ডে রয়েছেন, ছবির তৃতীয় সংস্করণের বাকি থাকা শ্যুটিংয়ের কাজ নিয়ে।