প্রতিটি ছবিই হবে স্বয়ংসম্পূর্ণ, সবগুলি মিলিয়ে তৈরি হবে গোটা একটি কাহিনী। ২০২০-র ডিসেম্বর থেকে পরপর মুক্তি পাবে জেমস ক্যামেরনের অবতার-এর ৪টি সিকোয়েল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Apr 2017 04:05 PM (IST)
মুম্বই: অবতার ফ্যানদের জন্য খুশির খবর। পরিচালক জেমস ক্যামেরন অবতার-এর ফেসবুকে জানিয়েছেন, ছবির বহু প্রতীক্ষিত সিকোয়েলগুলি মুক্তি পাবে ২০২০-র শেষ থেকে। ২০০৯-এ মুক্তি পায় সুপার ডুপার হিট ছবি অবতার। তার প্রথম সিকোয়েল আসছে ২০২০-র ডিসেম্বরে, পরেরগুলি ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে।