কলকাতা: একের পর এক অভিনেতাদের হারাচ্ছে বলিউড, প্রবীণ থেকে নবীন, মৃত্যু যেন থাবা বসাচ্ছে যে কারোও ওপরেই। মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা সচিন গণেশ চান্দওয়াড়ে (Sachin Ganesh Chandwade)। 'জামতাড়া ২' ওয়েব সিরিজ করে দর্শকদের কাছে পরিচিত হয়েছিলেন সচিন, কাজ করেছেন অন্যান্য একাধিক সিরিজেও। হিন্দির পাশাপাশি, মরাঠি ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেতা। সামনেই তাঁর একটি মরাঠি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই, জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন অভিনেতা।
সদ্যই সতীশ শাহ (Satish Shah) থেকে শুরু করে পঙ্কজ ধীর (Pankaj Dheer)-এর মতো বর্ষীয়ান অভিনেতাকে যেমন হারিয়েছে বলিউড, তেমনই এবার বলিউড হারাল প্রতিভাবান এক অভিনেতাকে। 'জামতাড়া ২' খ্যাত সচিন গণেশ চান্দওয়াড়ে কিন্তু কোনও রোগে মারা যাননি, তিনি আত্মহত্যা করেছেন। ২৩ অক্টোবর, অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, সেখানেই মৃত্যু হয় তাঁর। ২৪ অক্টোবর, দুপুর দেড়টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সচিন।
কিন্তু কেন মাত্র ২৫ বছর বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সচিন? সেই কারণ এখনও অজানা। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সচিনের। যদিও তিনি পড়াশোনা করেছিলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তবে শেষমেষ, অভিনয়কেই পেশা হিসেবে গ্রহণ করেছিলেন সচিন। ধীরে ধীরে নিজের জায়গাও তৈরি করে নিতে শুরু করেছিলেন বলিউডে। কিন্তু কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পরিবার। তাঁদের মতে, সচিনের মধ্যে কোনও অস্থিরতা লক্ষ্য করেননি তাঁরা। তাহলে কেন এইরকম সিদ্ধান্ত নিলেন সচিন, তা এখনও বুঝে উঠতে পারছে না পরিবার।
সচিনের হাতে যে কাজ ছিল না, এমনটাও নয়। সামনেই একটি মরাঠি সিনেমায় অভিনয় করার কথা ছিল সচিনের। সেই সিনেমা নিয়ে যাবতীয় তথ্য সমাজমাধ্যমে শেয়ার করে নিতেন সচিন। এই সিনেমায় তাঁর মুখ্যভূমিকাতেই অভিনয় করার কথা ছিল, কিন্তু তার আগেই সব শেষ। সচিনের এই কঠিন সিদ্ধান্ত বলিউডকে যেন মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর কথা। প্রতিভাবান এই অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন নিজের হাতেই। ঘর থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। কিন্তু তার থেকে ১০ বছরের ছোট সচিন ও কেন হাঁটলেন সেই একই পথে? অনুরাগীদের ভাবাচ্ছে সেটাই..