মুম্বই: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই উৎসবে যোগ দেন বলিউড বাদশা শাহরুখ খানও। তিনি ‘দহি হান্ডি’ ভাঙেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। এই ভিডিও দেখে শাহরুখের ভক্তরা উচ্ছ্বসিত।
জন্মাষ্টমীতে মহারাষ্ট্রের অন্যতম উৎসব হল ‘দহি হান্ডি’। প্রতি বছর এই দিনটিতে মহাসমারোহে পালিত হয় এই প্রথা। সাধারণ মানুষের মধ্যে বিপুল উন্মাদনা দেখা যায় ‘দহি হান্ডি’ ঘিরে। শাহরুখও পিছিয়ে থাকলেন না।