নর্থ সাউন্ড: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ ক্রিকেট প্রশাসক অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘ অসুস্থতার পর আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি।
ভারতীয় ক্রিকেট প্রশাসনের অন্যতম মহীরুহ ছিলেন জেটলি। দিল্লি ও ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জেটলি। বিসিসিআই-এরও অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হত।
তিনি যখন ডিডিসিএ-র সভাপতি ছিলেন তখন রাজ্য দলে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর এবং পরের দিকে ইশান্ত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধবনের মতো খেলোয়াড়দের উত্থান হয়েছিল।
জেটলিকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরলেন ভারতীয় ক্রিকেটাররা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2019 08:02 PM (IST)
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ ক্রিকেট প্রশাসক অরুণ জেটলিকে শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘ অসুস্থতার পর আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -