জিমের বাইরে চনমনে মেজাজে জাহ্নবী কপূর
সেইসঙ্গে কর্ণ জোহরের সিনেমা তখত-এও দেখা যাবে তাঁকে। এই সিনেমায় ভিকি কৌশলের বিপরীতে দেখা যেতে পারে তাঁকে। ছবি-মানব মঙ্গলানি
এছাড়াও হার্দিক মেহতার রুহ-আফজা সিনেমাতেও দেখা যাবে জাহ্নবীকে। এই সিনেমায় রাজকুমার রাওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবি-মানব মঙ্গলানি
জাহ্নবী এখন তাঁর আগামী সিনেমা কার্গিল গার্ল-এর শ্যুটিং করছেন। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে। ছবি-মানব মঙ্গলানি
গত বছরই বলিউডে অভিষেক হয়েছে জাহ্নবীর। তাঁর প্রথম সিনেমা ধড়ক বক্সঅফিসে ভালো ব্যবসা করেছে। ছবি-মানব মঙ্গলানি
এ রকম হাল্কা মেজাজে জাহ্নবীকে দেখতে তাঁর অনুরাগীদের খুবই পছ্ন্দ করেন। ছবি-মানব মঙ্গলানি
মাঝেমধ্যেই তাঁকে এভাবে জিমের বাইরে দেখা যায়। আলোকচিত্রীরা তাঁর ছবি তোলার কোনও সুযোগও হাতছাড়া করেন না। ছবি-মানব মঙ্গলানি
জাহ্নবীর হাতে ছিল ব্যাগও। ছবি-মানব মঙ্গলানি
জিমের বাইরে আলোকচিত্রীদের হাসিমুখে পোজও দিলেন তিনি। ছবি-মানব মঙ্গলানি
প্রত্যেক দিনের মতো এদিনও সাদা শর্ট স্কার্ট ও সাদা টপে দেখা গেল তাঁকে। ছবি-মানব মঙ্গলানি
বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর তাঁর ফিটনেস নিয়ে খুবই সচেতন। এজন্য প্রায় প্রত্যেকদিনই জিমে গিয়ে ঘাম ঝরান তিনি। আজ শনিবারও এর ব্যতিক্রম ছিল না। এদিনও জিমে এলেন তিনি। তাঁর সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ছবি-মানব মঙ্গলানি