মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ঠিক করা হয়েছে জাহ্নবী কপূর (Janhavi Kapoor) ও রাজকুমার রাও (Rajkummar Rao) অভিনীত 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র ('Mr And Mrs Mahi' Release Date) মুক্তির তারিখ। কবে মুক্তি পাচ্ছে এই ছবি? জানালেন নির্মাতারা।
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র মুক্তির তারিখ প্রকাশ্যে
সোমবার প্রযোজনা সংস্থা 'ধর্মা প্রোডাকশন'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৪ সালের ১৫ মার্চ। ক্যাপশনে লেখা হয়, 'একটা স্বপ্ন, যাকে দুই হৃদয় ধাবন করে! শরন শর্মা (Sharan Sharma) পরিচালিত, রাজকুমার রাও ও জাহ্নবী কপূর অভিনীত - মিস্টার অ্যান্ড মিসেস মাহি আসছে ১৫ মার্চ ২০২৪ সালে - আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে।'
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' মূলত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি। 'রুহি' ছবির পর এই ছবিতে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন জাহ্নবী ও রাজকুমার। চলতি বছরের মে মাসে এই ছবির শ্যুটিং শেষ করেন জাহ্নবী। শ্যুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট লেখেন জাহ্নবী, গোটা টিমকে ধন্যবাদ জানিয়ে।
আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
তিনি লেখেন, 'আমার প্রথম ব্যাট ধরার ২ বছর। আর এখন আমরা অবশেষে শ্যুটিং প্যাক আপ করলাম মিস্টার অ্যান্ড মিসেস মাহির... আমি ভেবেছিলাম আজ খানিক হালকা ও আশ্বস্ত হয়ে ঘুম থেকে উঠব কারণ এই ছবিতে যতটা ভেবেছিলাম পারব তার থেকে অনেক বেশি দিয়ে ফেলেছি। কিন্তু সত্যি বলতে কেমন যেন খালি খালি লাগছে। যেন একটা খালি ক্যানভাস। মনে হচ্ছে আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং এখন ফিরে এসেছি আর সেখানে আমি অনেক হিরো দেখেছি।' এরপরই তিনি প্রশংসায় ভরান ছবির গোটা টিমকে। উল্লেখ করেন রাজকুমার রাও, পরিচালক শরন শর্মার কথাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন