কলকাতা: তিনি ছুঁয়েছেন সাফল্যের শিখরকে.. তবুও তিনি মাটিতে পা রাখায় বিশ্বাসী। টলিউড থেকে তাঁর সফর গিয়েছে বলিউডে.. পেয়েছেন প্রশংসাও। তবুও যেন তিনি প্রত্যেক মুহূর্তে মিস করেন তাঁর প্রথম শিক্ষাগুরুকে, মাকে। গুরুপূর্ণিমার দিনে, সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন টলিউডে 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। মায়ের গালে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'আমার জীবনের প্রথম গুরু... যিনি আজও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেন... জানি আজও আমার পাশে আছেন সবসময়... মা... গুরু পূর্ণিমার দিনে আমার বিনম্র প্রণাম রইল।'
এক মুহূর্তে প্রসেনজিৎ যেন ফিরে গেলেন অতীতে। এমনভাবেই তিনি অনুরাগীদের জন্য মাঝে মাঝেই তুলে ধরেন নিজের অচেনা দিক। সদ্য ওয়ার্ল্ড মিউজিক ডে (World Music Day)-তে খালি গলায় গান শুনিয়ে অনুরাগীদের মন জন করে নিয়েছিলেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
সদ্য, পর পর দুটি ওয়েব সিরিজে (Web Series)-এ মুখ্যভূমিকায় দেখা গেল প্রসেনজিৎকে। জুবিলি (Jubilee) ও স্কুপ (Scoop)। এই দুই ওয়েব সিরিজেই মুখ্যভূমিকায় কাজ করেছেন অভিনেতা। প্রশংসিত হয়েছেন। মুম্বইয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে তাঁকে। অন্যদিকে, বাংলাতেও একের পর এক কাজ লাইন আপ রয়েছে অভিনেতার। এর মধ্য়ে একেবারে ছকভাঙা কাজ হল শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra)-র নতুন ছবি দেবী চৌধুরানী (Devi Chowdhurani)। এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যেতে চলেছে প্রসেনজিৎকে।
বিভিন্ন ছবি ও ওয়ের সিরিজ সংক্রান্ত কাজে হামেশাই এখন মুম্বইয়ে আসা যাওয়া লেগেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। আর তার ফাঁকেই 'দেবী চৌধুরাণী' নিয়ে পরিচালক ও ছবির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (Shyam Kaushal)-এর সঙ্গে দফায় দফায় আলোচনা সেরে নিচ্ছেন বুম্বাদা ওরফে পর্দার ভবানী পাঠক। পরিচালক শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি দেবী চৌধুরাণী-তে দেখা যাবে প্রসেনজিৎকে, ধীরে ধীরে অন্যান্য কাজের সঙ্গে সেই প্রস্তুতিও নিচ্ছেন অভিনেতা।
আরও পড়ুন: Prabhas: 'আদিপুরুষ' বিতর্ক কি প্রভাব ফেলবে প্রভাসের নতুন ছবিতে? 'সালার' নিয়ে শুরু চর্চা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন