এই চ্যাটে বনি কপূর তাঁর মেয়ে জাহ্নবীকে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের কাটিং পাঠিয়েছেন। খবরটি হল, অতিরিক্ত ব্যায়াম শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে।
এই মেসেজের জবাবে জাহ্নবী মাথায় হাত রাখা একটি ইমোজি পাঠিয়েছেন।
জাহ্নবী এখন ব্রিটেনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে ছোট বোন খুশি কপূরের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের বিপরীতে 'ধড়ক' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে জাহ্নবীর।
তাঁর জিম লুকের ছবি ও ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। প্রায় প্রতিদিনই তাঁকে জিমে যেতে দেখা যায়।