দারুণ ফিল্ডিংয়ে বাউন্ডারি আটকালেন শিখর ধবন, তারপরও চার রান পেল নিউজিল্যান্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2019 02:48 PM (IST)
নয়াদিল্লি: মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। রস টেলর ও টম ল্যাথামের জুটি ভর করে ভদ্রস্থ একটা রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। বোলারদের পাশাপাশি এদিন ভারতের ফিল্ডিংও দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে। দুরন্ত ক্যাচ ধরে কেন উইলিয়ামসনকে আউট করেন হার্দিক পান্ড্য। এরপর ৪০ তম ওভারে শিখর ধবনের ফিল্ডিং নজর কাড়ে। কিন্তু শিখর বল বাউন্ডারি লাইন পেরোতে না দিলেও নিউজিল্যান্ড চার রান পেল। হার্দিকের ওভারে জোরাল সুইপ শট খেলেন নিকোলস। বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। মনে হচ্ছিল যে, বল সহজেই বাউন্ডারি পার করবে। কিন্তু শিখর ধবন শরীর ছুঁড়ে দিয়ে বাঁহাতে বল আটকালেন। এরপর বল ধরে থ্রো করেন তিনি। ততক্ষণে ব্যাটসম্যানরা তিন রান নিয়ে নিয়েছেন। উইকেট কিপার এন্ডে বল ছোঁড়েন তিনি। সেখানে বল উইকেটরক্ষককে টপকে পিছনে চলে যায়। তখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আরও একটি রান করেন। অর্থাত্, বল বাউন্ডারি না পেরোলেও চার রান যোগ হয় নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে। পরের বলেই নিকোলস উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।