মাউন্ট মাউনগানুই: হার্দিক পান্ড্যর হাতে ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের ট্যুইট-এটা তো ফিল্ডারের উইকেট।



আর এই প্রশংসা এল ভারতের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডারের কাছ থেকে। তাই এই ফিল্ডিং কতটা দুরন্ত ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে হার্দিকের ওই দুরন্ত ক্যাচ প্রকৃত অর্থেই উচ্ছ্বসিত হয়ে ওঠার মতো।



ভারতীয় বোলারদের দাপটে নিউজিল্যান্ড দ্রুত রান তুলতে পারছিল না। সেই হাঁসফাঁস দশা কাটানোর জন্য অধিনায়ক কেন উইলিয়ামসনের অন্যরকম কিছু একটা করার দরকার ছিল। কিন্তু হার্দিকের দুরন্ত প্রচেষ্টা নিউজিল্যান্ডকে আরও চাপে ফেলে দেয়। ৫৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা।
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান উইলিয়ামসন।
বিসিসিআই সাময়িকভাবে সাসপেনশন প্রত্যাহারের পর প্রথম একাদশে সুযোগ পেয়েই কাজে লাগালেন হার্দিক। বিজয় শঙ্করের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর এটাই হার্দিকের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার কথা ছিল তাঁর। কিন্তু মাঠের বাইরে একটি অবাঞ্ছিত ঘটনার জন্য বিসিসিআই তাঁকে সাসপেন্ড করেছিল। আপাতত সাময়িকভাবে সেই সাসপেনশন উঠেছে।