মুম্বই: 'গুলোবো সিতাবো'-র পর এবার 'গুন্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল'! করোনা পরিস্থিতিতে জাহ্নবী কপূরের নতুন ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। কার্গিল যুদ্ধে এক মহিলা পাইলটের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। পরিচালক কর্ণ জোহর জানান, এই ছবিটি একটি সাহসীকতার গল্পের। নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন গুন্জন সাক্সেনার জীবনী নিয়ে একটি ভিডিও।



অপর একটি পোস্টে কর্ণ শেয়ার করেছেন গুন্জনের ভূমিকায় জাহ্নবীর লুক। এই একই ছবি শেয়ার করেছেন নায়িকা জাহ্নবীরও।



এর আগে গুন্জনের সঙ্গে দেখা করেছিলেন জাহ্নবী। পোস্ট করেছিলেন সেই ছবিও।



নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি মুক্তির দিন। আলিয়া ভট্ট, বরুণ ধওয়নরাও শেয়ার করেছেন 'গুন্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল'-এর টিজার।