আপনি কি কনটেনমেন্ট জোনে আছেন? জানিয়ে দেবে গুগল ম্যাপ

কোথাও খেতে যাবেন ভাবছেন? সেই এলাকা করোনার কনটেনমেন্ট জোন নয়ত? তাও জানাবে গুগল।

Continues below advertisement
নয়াদিল্লি: আপনি কি করোনা সংক্রমিত এলাকায় প্রবেশ করছেন? কনটেনমেন্ট জোন দিয়ে চলছেন কি আপনি? এবার আপনাকে সতর্ক করবে গুগল ম্যাপ। জানাল গুগল অ্যালফাবেট। তাছাড়াও গুগল বেশ কয়েকটি নতুন ফিচার আনতে চলেছে। কোনও একটি বিশেষ সময়ে কোনও স্টেশনে কেমন ভিড় হতে পারে কিংবা কোন রুটে কী বাস চলবে, তাও জানাবে গুগল। কোথায় কোথায় পাওয়া যাবে এই সার্ভিস আপাতত ভারত, আর্জেন্তিনা, ফ্রান্স, নেদারল্যান্ড, আমেরিকা ও ইউকে-তে এই পরিষেবা শুরু হবে। এই ফিচারের মারফত করোনা কনটেনমেন্ট জোন সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জানা গেছে, সম্প্রতি লকডাউন চলাকালীন গুগল স্বাস্থ্য আধিকারিকদের সাহায্য করার জন্য ১৩১টি দেশে গুগল ব্যবহারকারীদের ফোন থেকে তাদের চলাচল সম্পর্কে তথ্য জোগাড় করেছে। এর মারফত, লকডাউনে মানুষের গতিবিধি সম্পর্কে যেমন ধারণা করা গেছে। লকডাউনে চলাচল নিয়ে বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশ কতটা মানা হচ্ছে, এর মারফত বোঝা গেছে। গুগল যেমন তাদের সার্চ আরও পুঙ্খানুপুঙ্খ করার জন্য কোটি কোটি টাকা ঢেলেছে,তেমনই প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন নতুন ব্যবহারকারীও পেয়েছে। কোথাও খেতে যাবেন ভাবছেন? সেই এলাকা করোনার কনটেনমেন্ট জোন নয়ত? তাও জানাবে গুগল।
Continues below advertisement
Sponsored Links by Taboola