মুম্বই: মা মারা গিয়েছেন ২৪ তারিখ। এক সপ্তাহের ওপর কেটে গেলেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মুখ খোলেননি তিনি। তা নিয়ে কানাঘুষোও কম হচ্ছিল না। আজ নিজের জন্মদিনে সদ্য প্রয়াত মা শ্রীদেবীকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন জাহ্নবী কপূর।
জাহ্নবী লিখেছেন, আমার বুকের মধ্যে তীব্র শূন্যতা, যা নিয়েই আমাকে থাকতে হবে। কিন্তু সব রিক্ততার মধ্যেও তোমার ভালবাসা আমি বুঝতে পারছি মা। যখনই চোখ বুজছি, শুধু সুখ স্মৃতি মনে পড়ছে।
ধড়ক ছবির মাধ্যমে শিগগিরই বড় পর্দায় পা রাখতে চলেছেন জাহ্নবী। কিশোরী মেয়ের নায়িকা হয়ে ওঠা নিয়ে তাঁর মা প্রচুর স্বপ্ন দেখেছিলেন। জাহ্নবী লিখেছেন, তিনি শুধু চেয়েছিলেন মাকে গর্বিত করতে। চেয়েছিলেন, তিনি যেমন তাঁর মাকে নিয়ে গর্বিত, মাও যেন একদিন তাঁকে নিয়ে তেমনই গর্ববোধ করেন। তাঁর মৃত্যুর পরেও প্রতিদিন সকালে একই অনুভূতি নিয়ে জেগে উঠবেন, জানিয়েছেন শ্রীদেবী কন্যা। কারণ মা রয়েই গিয়েছেন, তাঁকে অনুভব করতে পারছেন তিনি।
তাঁর কলমে একই সঙ্গে উঠে এসেছে বাবা বনি কপূরের কথা। জাহ্নবী লিখেছেন, তিনি ও তাঁর ছোট বোন খুশি মাকে হারিয়েছেন। কিন্তু বাবা হারিয়েছেন তাঁর “জান”-কে। তাঁর মায়ের জীবনের বৃহত্তম অংশ ছিল বাবার সঙ্গে তাঁর ভালবাসা। সেই ভালবাসার সমতুল্য পৃথিবীতে কিছু নেই।
পড়ুন জাহ্নবীর লেখা চিঠিটি
[embed]https://www.instagram.com/p/Bf2bjvYBRLZ/?taken-by=janhvikapoor[/embed]
“আমার সব কিছু, ভালবাসি তোমাকে”: জন্মদিনে মেয়ে জাহ্নবীর স্মরণ মা শ্রীদেবীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2018 02:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -