কলকাতা: মুক্তি পেল 'উইন্ডোজ'-এর (Windows) আগামী ছবি 'ফাটাফাটি'র (Fatafati) প্রথম গান। একটি মিষ্টি প্রেমের গান। গানের নাম 'জানি অকারণ' (Jani Okaron)। অন্তরা মিত্র (Antara Mitra) ও ইশান মিত্রের (Ishan Mitra) কণ্ঠে এই গানের টিজার মন কেড়েছিল আগেই। আজ মুক্তি পেয়েছে গোটা গান।
মুক্তি পেল 'জানি অকারণ'
এক আদ্যন্ত প্রেমের গান 'জানি অকারণ'। ছবির নাম 'ফাটাফাটি'। গোটা গান জুড়ে ছবির দুই মুখ্য চরিত্রের সম্পর্কের আভাস মেলে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। গানের পরতে পরতে স্বামী ও স্ত্রীয়ের মিষ্টি ভালবাসা, খুনসুটি, একে অপরের পাশে থাকার টুকরো মুহূর্ত ধরা পড়েছে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। ছবির গল্প আবর্তিত হয় ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন?
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গানটি তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও বিখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী চমক হাসান। ছবিতে চমক হাসানের কণ্ঠও শোনা যাবে। এছাড়া ছবির অন্যান্য গানে শোনা যাবে জাভেদ আলি, অন্বেষা দত্তগুপ্ত, অনন্যা ভট্টাচার্য, শুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা ও পৌষালি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। 'জানি অকারণ' গানটি লিখেছেন ঋতম সেন। গানের মুক্তি নিয়ে যথেষ্ট উত্তেজিত পরিচালক। তিনি বলেন, 'এই গানটা আমার হৃদয়ের অত্যন্ত কাছের। অমিত খুব সুন্দর করে এই গানটি তৈরি করেছেন। জানি অকারণের মাধ্যমে মানুষ ছবিতে আবির ও ঋতাভরীর মধ্যের রসায়ন দেখতে পাবেন এবং সেটা ছবিটা দেখার ইচ্ছা আরও বাড়িয়ে তুলবে।'
আরও পড়ুন: Farzi: সিলভারস্ক্রিন থেকে OTT সফর, শুরুতেই বাজিমাত শাহিদ-বিজয়ের, রেকর্ড গড়ল ‘ফর্জি’
উইন্ডোজের সঙ্গে এই প্রথম কাজ করলেন সঙ্গীতশিল্পী অন্তরা মিত্র। তিনি বলেন, 'গোটা সফরটা আমার জন্য খুব দুর্দান্ত অভিজ্ঞতা। আমার কারেন্ট ফেভারিট গানগুলির অন্যতম এখন এটা। আমি নিশ্চিত এই প্রেমের গানটি মানুষের ভাল লাগবে।'
দ্বিতীয়বার উইন্ডোজ ও অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ঋতাভরী। গোটা 'ফাটাফাটি' অ্যালবামের মধ্যে 'জানি অকারণ' সবচেয়ে পছন্দের তাঁর। আবিরের কথায় এই গানের একটা 'ফিল গুড' ফ্যাক্টর আছে। এখন দেখার শ্রোতারা কতটা ভালবাসা দেন এই গানটিকে। প্রসঙ্গত, চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পাবে এই ছবি।