মুম্বই: ২০০৩ সালের বিখ্যাত ধারাবাহিক 'জসসি জ্যায়সি কোই নহি' (Jassi Jaissi Koi Nahin)। মনে পড়ে? মোটা কাচের কালো ফ্রেমের চশমা, চুলে টেনে বাঁধা, উঁচু দাঁত, পরনে গলা থেকে পা পর্যন্ত ঢাকা চুড়িদার, তথাকথিত নায়িকাসুলভ একেবারেই নয়। আর হয়তো সেই কারণেই সকলের মনে সহজেই স্থান পেয়েছিল জসসি। কিন্তু এই চরিত্রের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল মোনা সিংহকে (Mona Singh), জানেন? এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী, জানান একাধিক নিষেধাজ্ঞার কথাও। 


'জসসি' হওয়া সহজ ছিল না, কোন অভিজ্ঞতার কথা শোনান মোনা?


জানেন কি, 'জসসি জ্যায়সি কোই নহি' ধারাবাহিকে অভিনয় করার জন্য মোনা সিংহকে যে চুক্তি সই করতে হয়েছিল, তাতে পরিষ্কার উল্লেখ করা ছিল যে নিজের পরিচয় তাঁকে গোপন রাখতে হবে। অর্থাৎ জসসিকে ব্যক্তিগত জীবনে কেমন দেখতে, সে আসলে কেমন, কোনও কিছুই প্রকাশ্যে আনা বারণ ছিল। আর এই গোপনীয়তা কেবল দর্শকের জন্যই নয়, তাঁর সহ-অভিনেতারা পর্যন্ত তাঁর আসল পরিচয়, রূপ, গুণ সম্পর্রে অবহিত ছিলেন না। এছাড়া কোনও ধরনের কসমেটিক পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া তাঁর বারণ ছিল। এখানেই শেষ নয়, তাঁকে একটি হোটেলে থাকতে হত, যাতে মিডিয়ার থেকে তাঁর পরিচয় গোপন থাকে। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শো 'জসসি জ্যায়সি কোই নহি'র জসসি ওরফে মোনা সিংহ, ওই শো সম্পর্কে বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। সেখানেই তিনি জানান যে ওই ধারাবাহিকে তাঁর সঙ্গে যাঁরা অভিনয় করতেন, তাঁরাও জানতেন না যে তাঁকে কেমন দেখতে। 


তিনি বলেন, 'চুক্তি বেশ কঠোর ছিল সেই সময়ে। আমি কাউকে বলতে পারতাম না যে বাস্তব জীবনে আমাকে কেমন দেখতে বা আমি কে বা আমার নাম কী? এই শোয়ের জন্য যে প্রথম পুরস্কার আমি পাই তা জসমীত ওয়ালিয়া হিসেবে, মোনা সিংহ হিসেবে নয়। আমি ভাবতাম যে কবে লোকে আমাকে দেখবে, আমাকে চিনবে। কিন্তু শো-টা এত জনপ্রিয় ছিল যে সেখানে জসসি হওয়াও বিশাল ব্যাপার ছিল। প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা ছিল সেই সময় যেমন কোনও অভিনেতা, এমনকী আমার জসসি জ্যায়সি... সহ-অভিনেতারাও তখন জানতেন না যে আমাকে বাস্তবে কেমন দেখতে।' 


তিনি জানান যে প্রেস, মিডিয়া চ্যালেঞ্জ ছোড়ে যে তাঁরা ওঁর আসল পরিচয় ফাঁস করেই ছাড়বেন। তার থেকে বাঁচতেও উপায় বের করে প্রযোজনা সংস্থা। মোনা বলেন, 'প্রেস, মিডিয়া তখন পাল্টা চ্যালেঞ্জ করে যে তাঁরা আমার আসল পরিচয়, আমার ঠিকানা এবং বাস্তব জীবনে আমাকে কেমন দেখতে ফাঁস করবেন। চাপে পড়ে চ্যানেল থেকে আমাকে আমার বাড়ি থেকে বের করে হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়। আমি একটা হোটেলে থাকতাম, আমার গাড়ি বদলানো হত, এবং আমি সবসময়ে হোটেলের মধ্যে জসসি লুকে তৈরি হয়ে তারপর সেটের জন্য বের হতাম।'


আরও পড়ুন: 'Pushpa 2' Release Delayed: ফের পিছিয়ে গেল 'পুষ্পা ২' মুক্তির তারিখ? ১৫ অগাস্টের বদলে কবে আসছেন অল্লু অর্জুন?


এছাড়াও কোনও ধরনের ওয়্যাক্সিং, থ্রেডিং ইত্যাদি ধরনের কসমেটিক প্রসিডিওর করাও বারণ ছিল। অজস্র নিয়ম কানুন মেনে তবেই দর্শকের প্রিয় জসসি হয়ে উঠতে পেরেছিলেন মোনা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।