কলকাতা: চলতি বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জতুগৃহ'। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি। বর্তমানে সিনেমাহল খোলা থাকলেও আসনসংখ্যার কেবল ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আজ সেই সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এরপরেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পাবে 'জতুগৃহ'। এই খবরে শীলমোহর দেন স্বয়ং প্রযোজক।


'জতুগৃহ' অভিনয় করেছেন পায়েল সরকার (Paayel Sarkar), বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee), অংশু বাচ। ছবির পরিচালক সপ্তার্শ বসু (Saptaswa Basu) ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায় (Raktim Chatterjee)। এই ছবিতে বনির সঙ্গে জুটি বেঁধেছেন পিয়ালি। প্রসঙ্গত, এই ছবিতে আগে কাজ করার কথা ছিল অনামিকার। কিন্তু পরবর্তীকালে সেই চরিত্রে পায়েল সরকার অভিনয় করবেন বলে শোনা যায়। আপাতত কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন তিনিই। 


ছবির শ্যুটিং হয়েছে কালিম্পং ও কলকাতায়। ছবিতে বনি হোটেল ম্যানেজার। পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন। টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ। সাইকো-হরর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তাঁর চরিত্র একজন চার্চের ফাদারের। তাঁর লুক প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছিল। 


আরও পড়ুন: চারদিকে সাদা বরফ, ছুটি কাটাতে পাহাড়ে পাড়ি মিমির


ছবির ট্রেলারে চির পরিচিত 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার'-এর গুণগুণ ছাড়া শোনা যায়নি আর কিছুই। তবে ট্রেলারের ভিডিও বুঝিয়ে দিয়েছে এই ছবিতে ভৌতিক ছোঁয়া রয়েছে। 

 

এবিপি লাইভকে 'জতুগৃহ'-র ক্যামেরার পিছনের গল্প শুনিয়েছেন অভিনেত্রী পিয়ালী চট্টোপাধ্যায়। হরর থ্রিলার এই ছবির বেশিরভাগ অংশেরই শ্যুটিং হয়েছিল পাহাড়ে। কালিম্পং ও তাকদার কিছু অংশে শ্যুটিং হয়েছিল। পিয়ালী বলছেন, 'পাহাড়ে ১৩দিন শ্যুটিং হয়েছে আমাদের। যেখানে শ্যুটিং করতাম, সেখানে হামেশাই চিতাবাঘ হানা দেয়। স্থানীয় লোকেদের কাছে শুনতাম, অনেকেই রাতের অন্ধকারে চিতাবাঘ দেখতে পায়। আমাদেরও অনেকবার সতর্ক করা হয়েছিল। আমরা পায়ের ছাপও দেখেছি অনেকবার। শেষদিন একটা ঘটনা ঘটল। আমি আর বনি শ্যুটিং করছি, হঠাৎ সবাই চিৎকার করে উঠল। আমি ভেবেছি চিতাবাঘ এসেছে। অন্ধকারে খোঁজার চেষ্টা করছি চোখ জ্বলছে কী না! তারপর জানলাম, শ্যুটিং ফ্লোর পেরিয়ে হেলেদুলে পার হচ্ছিল বিশাল বড় একটা অজগর সাপ। সবাই ভয় পেলেও কারও কোনও ক্ষতি করেনি।'