বেঙ্গালুরু: রাজেশ খন্নাকে নিয়ে নাসিরুদ্দিন শাহের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এবার মুখ খুললেন গীতিকার-কাহিনীকার জাভেদ আখতার।
তিনি বলেন, কোনও মানুষের সাফল্যই দেখতে পারেন না নাসিরুদ্দিন। আমি কখনও তাঁর মুখে কোনও সফল মানুষের প্রশংসা শুনিনি। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন-সকলেরই নিন্দা করেছেন তিনি। বেঙ্গালুরু কবিতা উৎসবে গিয়ে এভাবেই নাসিরুদ্দিনকে কটাক্ষ করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা রাজেশ খন্নাকে অত্যন্ত ‘সাধারণ মান’-এর অভিনেতা বলে কটাক্ষ করেন নাসিরউদ্দিন শাহ। এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিন বলেন, সাতের দশকের বলিউড বা হিন্দি ছবিগুলো খুবই মাঝারি মানের। সেই সময়ই রুপোলি দুনিয়ায় প্রবেশ করেন রাজেশ খন্না। তাই খুব সহজেই সাফল্য পেয়ে যান রাজেশ। নাসিরউদ্দিনের দাবি, রাজেশ খন্না বাস্তবে একজন অত্যন্ত ‘মাঝারি মাপের অভিনেতা’ ছিলেন, তাঁর অনেক সীমাবদ্ধতাও ছিল। এই নিয়েই শুরু হয় বিতর্ক। যদিও পরে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন নাসিরুদ্দিন।
কারও সাফল্য দেখতে পারেন না নাসিরুদ্দিন, কটাক্ষ জাভেদ আখতারের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 01:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -