নয়াদিল্লি: এবারের অলিম্পিকে ভারতের কোনও অ্যাথলিট সোনা জিততে পারলে তাঁকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় রেল। রুপো পেলে দেওয়া হবে ৭৫ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পেলে ৫০ লক্ষ টাকা। এছাড়া ভারতের কোনও অ্যাথলিট সেরা আট জনের মধ্যে থাকতে পারলেও তাঁদের ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রাথমিক রাউন্ডের বাধা টপকে কিছুদূর এগোতে পারলেও অ্যাথলিটদের ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পদক জয়ী অ্যাথলিটদের কোচেরা পাবেন ৫ লক্ষ টাকা।

 

রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিও অলিম্পিকে রেলের ৩৫ জন অ্যাথলিট এবং ৬ জন কোচ যোগ দিয়েছেন। ভারতীয় রেল সবসময়ই খেলোয়াড়দের সাহায্য করে। রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা যাতে ভাল পারফরম্যান্সের জন্য উৎসাহ পান, তার জন্যই আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেল মন্ত্রী সুরেশ প্রভু। রেলের কোনও অ্যাথলিট রিও থেকে পদক আনতে পারলে তাঁদের পছন্দ অনুযায়ী জায়গায় বদলি করা হবে। তাঁদের বেতন বৃদ্ধি হবে এবং পদোন্নতিও হবে।