নয়াদিল্লি: এবার আদালতের (court) দ্বারস্থ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) দায়ের করা মানহানির মামলা প্রসঙ্গে কঙ্গনার বোন রঙ্গোলী চান্দেলের (Rangoli Chandel) বয়ান রেকর্ড করার আর্জি জানালেন অভিনেত্রী। 


মানহানির মামলা প্রসঙ্গে


কঙ্গনা রানাউত তাঁর আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খানের কাছে একটি আবেদন জমা দেন। আগামী ১১ অগাস্ট বিষয়টি অর্ডারের জন্য রেখেছে আদালত। গত মাসে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দেন কঙ্গনা এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেন।


২০২০ সালের নভেম্বরে কোর্টে মামলা দায়ের করেন জাভেদ আখতার। তিনি বলেন, টেলিভিশনে সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, যার ফলে তাঁর মান হানি হয়েছে। তাঁর অভিযোগে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জাভেদ আখতারের নাম জড়ান তিনি।


এর পাল্টা অভিযোগ করেছেন কঙ্গনা। তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে 'তোলাবাজি এবং অপরাধমূলক ভয়ভীতি'র অভিযোগ আনেন। কঙ্গনা বলেন গীতিকার তাঁকে এবং তাঁর বোন রঙ্গোলীকে বাড়িতে ডাকেন 'নোংরা ও গোপন উদ্দেশ্যে এবং তারপর অপরাধমূলকভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়ার' জন্য। 


আরও পড়ুন: 'Ek Villain Returns' Box Office: মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস', প্রথম দিনে কেমন হল ব্যবসা?


কঙ্গনার আগামী ছবি


অন্যদিকে, মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউতের নতুন ছবি 'ইমার্জেন্সি' (Emergency)। সেই ছবিতে ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 


ছবির অভিনয় ও পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বয়ং কঙ্গনা রানাউত। ছবিতে অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে। 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি কঙ্গনার পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 'ইমার্জেন্সি'র শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই।