কলকাতা: বাবা ছেলের দেখা করার জন্য নাকি সময় চাইতে হয়! ছেলে এত ব্যস্ত যে বাবাকে দেখা করার জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন! সম্প্রতি এই কথাই প্রকাশ্যে আনলেন জাভেদ আখতার। বাবা জাভেদ আখতার নাকি ছেলে ফারহান আখতারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন দিনের পর দিন। ছোট পরিবারের মধ্যেও যেন কয়েক মাইল দূরত্ব। সম্প্রতি ছেলেকে নিয়ে এই কথাই প্রকাশ্যে এনেছেন এনেছেন জাভেদ। তিনি বলেছেন, তাঁকে নাকি ছেলের সঙ্গে দেখা করার জন্য রীতিমতো সময় চাইতে হয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাভেদ বলেন, 'আমার পরিবার খুব ছোট। একমাত্র ছেলে আর একমাত্র মেয়ে। আমি আর শাবানা একসঙ্গে থাকি। আর আমার ছেলে মেয়েরা নিজেদের বাড়িতে থাকে।' একটা সময়ে জাভেদ নাকি শুনতেন আমেরিকা বা ইংল্যান্ডে ছেলে বা মেয়ের সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে হত। ৩ থেকে ৫ দিন আগে ফোন করে সময় চাইতে হয়। একটা সময়ে এই সমস্ত ভাবতেই পারতেন না জাভেদ। তাঁরা এই পরিবেশে বড় হননি। তবে বর্তমানে সত্যিই তাই হয়েছে। সবাই এত ব্যস্ত যে জাভেদকে দেখা করার জন্য সময় চাইতে হয় ছেলে মেয়ের সঙ্গে।
ছেলে মেয়েদের আলাদা থাকা নিয়েও ওই সাক্ষাৎকারে মুখ খোলেন জাভেদ। তিনি বলেন, এখন এমন যুগ যে ছেলে মেয়েদের ওপর জোর করা যায় না। পশুরা যেমন, সন্তান জন্মের পরে, তাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। কিন্তু বড় হলে সেই পশুরাই ভুলে যায় তাদের বাবা মাকে। একমাত্র মানুষের মধ্য়েই দেখা যায়, ৪০ বছর বয়স হয়ে গেলেও বাবা মা জোর খাটান ছেলে মেয়েদের ওপর। এগুলো সঠিক বলে মনে করেন না জাভেদ। আর সেই কারণেই ছেলে মেয়ের আলাদা থাকা নিয়ে আপত্তি নেই তাঁর।
অন্যদিকে সদ্য গুঞ্জন শোনা গিয়েছিল, বাবা হচ্ছেন ফারহান আখতার। মা হতে চলেছেন শিবানী দান্ডেকর। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শাবানা আজমি। পরিবারের সবাই মিলে একসঙ্গে হন তাঁরা যে কোনও অনুষ্ঠান হলেই। সদ্যই একটা অনুষ্ঠানে একসঙ্গে হয়েছিলেন তাঁরা। আর সেখানেই শাবানা জানতে পারেন, সবটাই গুঞ্জন। এখনই মা হচ্ছেন না শিবানী।
আরও পড়ুন: Hrithik Roshan: 'তুমিই আমার জীবনের আলো', জন্মদিনে হৃতিককে আদুরে শুভেচ্ছা সাবার, কী লিখলেন সুজান?