নয়াদিল্লি: দেশজুড়ে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি ও তবলিগি জামাতের ভূমিকা নিয়ে গীতিকার জাভেদ আখতারকে ধারাবাহিকভাবে নিশানা করা হচ্ছে। আর এবার এই ইস্যুতে অশোক পণ্ডিত ও জাভেদ আখতারের বাগযুদ্ধ দেখা গেল ট্যুইটারে। জাভেদ আখতার করোনা মোকাবিলায় বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র ভূমিকার প্রশংসা করে ট্যুইট করেছিলেন। আর এই ট্যুইট ঘিরেই অশোক পন্ডিতের সঙ্গে তাঁর বাকযুদ্ধ সামনে এল।


জাভেদ আখতার ট্যুইট করেছিলেন, সাবাস বিএমসি। যে কোনও শহর বা রাজ্যের থেকে অনেক বেশি নমুনা সংগ্রহ করেছে বিএমসি।এই কারণেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এসেছে। এবং পরীক্ষার পর দ্রুত চিকিত্সার কাজ শুরু হয়ে যায়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বিএমসি।



জাভেদের এই ট্যুইট উদ্ধৃত করে অশোক পণ্ডিত লেখেন, স্যর, আপনি বিএমসি-র যে প্রশংসা করেছেন, তা আমি সমর্থন করি। কিন্তু আপনি তবলিগি জামাত নিয়ে মুখ কবে খোলেন তার অপেক্ষায় রয়েছি। আপনি মোরাদাবাদের ছবি দেখছেন বলেই আমার আশা। এই অপরাধজনক কাজ নিয়ে আপনি নীরব কেন?



অশোক পণ্ডিতের এই প্রশ্নের জবাব অত্যন্ত দৃঢ় ও সংযত ভাষায় দিয়েছেন জাভেদ আখতার। তিনি লিখেছেন, অশোকজী, সোজা কথা বলুন, আপনি তো আমাকে অনেক বছর ধরেই জানেন। আপনি কি ভাবেন যে, আমি সাম্প্রদায়িক। অন্য কেউ জিগ্যেস করতে পারে। কিন্তু আপনি তো আমার বন্ধু। তবলিগি জামাতের মতো সংগঠন, তা হিন্দু হোক বা মুসলিম, সম্পর্কে আমার কী ধারণা, তা কি জানেন না?

এরপর অশোক পণ্ডিত আরও একবার প্রকাশ্যে তবলিগি জামাতের আচরণের নিন্দা কেন করছেন না, সেই প্রশ্ন করেন জাভেদ আখতারকে।  এর জবাবে জাভেদ আখতার বলেন, তিনি সবদিনই ধর্মান্ধতার বিরোধিতা করে এসেছেন। তিনি লিখেছেন,  এজন্য কেউ আমাকে কাফের বলে, আবার অন্যরা বলে জিহাদি। যতদিন পর্যন্ত দুই পক্ষ থেকেই গালিগালাজ করা হচ্ছে, ততদিন আমার বিশ্বাস যে, আমি সঠিক কিছু করছি।