নয়াদিল্লি: দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan Box Office Collection)। এখনও বক্স অফিসে সমান দাপট দেখাচ্ছে এই ছবি। মুক্তির প্রথম সপ্তাহেই অর্থাৎ ৮ দিনের মধ্যে অ্যাটলি (Atlee) পরিচালিত ছবি ভারতে ৩৬৯.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কোথায় দাঁড়িয়ে বিশ্বের দরবারে আয়ের পরিমাণ? 


'জওয়ান' ছবির ঝোড়ো ব্যাটিং


দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের 'ক্যারিস্মা'! বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এই ছবি ১৬ কোটি টাকা আয় করেছে। 


শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা। 


 






মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি টাকার আয় করেছে 'জওয়ান'। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি টাকা আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিতে। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'। 


 






আরও পড়ুন: Deepika Padukone: একের পর এক ছবিতে নজর কেড়েছে শাহরুখ-দীপিকার রসায়ন! রহস্যটা কী? ফাঁস করলেন বলিউডের মস্তানি


শাহরুখ, নয়নতারা ও বিজয় সেতুপতি ছাড়াও ছবিতে রয়েছেন একাধিক তারকা। 'জওয়ান' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial