কলকাতা: শাহরুখের বিপরীতে 'ওম শান্তি ওম' (Om Santi Om) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ইতিমধ্য়েই একাধিক ছবিতে তাঁর সঙ্গে কিং খানের রসায়ন নজর কেড়েছে দর্শকের। যার ছবি অন্য়তম 'চেন্নাই এক্সপ্রেস','হ্য়াপি নিউ ইয়ার', 'পাঠান'(Pathaan)। সদ্য় মুক্তি পাওয়া 'জওয়ান' (Jawan)-এ ছোট্ট চরিত্রে অভিনয় করলেও শাহরুখ-দীপিকার 'বন্ডিং' কেড়ে নিয়েছে সমস্ত লাইমলাইট।


আর এবার শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন। দীপিকা বলেন, 'আমরা দুজনেই দুজন জন্য় লাকি। আমাদের একে অপরের ওপর সম্পূর্ণ আস্থা আছে। যা আমাদের কাজে বোঝা যায়। আমি সেই মানুষগুলোর মধ্য়ে অন্য়তম যাঁর প্রতি শাহরুখ দুর্বল। এর কারণ হল আমাদের সম্পর্কে ভরসা ও বিশ্বাস আছে।'


তিনি আরও বলেন, 'কোন ছবি কত টাকার ব্য়বসা করল, সেই অঙ্ক নিয়ে আমি ততটা চিন্তিত নই। আমার ভাল লাগে এটা ভেবে যে মানুষ আবার হলমুখী হচ্ছে। যা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য় অত্য়ন্ত ভাল খবর।'


আরও পড়ুন...


এগোচ্ছে বিয়ের দিন, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল পরিণীতি-রাঘবের বিয়ের একাধিক অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র


উল্লেখ্য় বড়পর্দায় এই প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধছেন  দীপিকা পাড়ুকোন। ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে তাঁদের আগামী ছবি 'ফাইটার'-এর প্রথম পোস্টার । বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর।


২০২৪ সালের ২৫ জানুয়ারি, মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত 'ফাইটার' ছবি। স্বাধীনতা দিবসে প্রকাশ্য়ে এসেছিল এই ছবির ফার্স্ট লুক। দীপিকা পাডুকোন নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করেছিলেন এই ফার্স্ট লুকের টিজার। এর আগে প্রকাশ্য়ে এসেছিল 'ফাইটার' ছবির পোস্টার।যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বলিউডের 'গ্রিক গড' এবার তৈরি যুদ্ধক্ষেত্রে নামার জন্য। কারণে পরনে পাইলট জি-স্যুট ও গ্লাভস। অন্য়দিকে ক্যামেরার দিকে পিহৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এই ছবির মুখ্য় চরিত্রে দেখা যাবে অনিল কাপুর সহ অক্ষয় ওবেরয় এবং করণ সিং গ্রোভারের মতো অভিনেতাদের।  অন্য়দিকে ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে তিনি, আকাশের দিকে তাকিয়ে ছুঁয়ে রয়েছেন বিমানের একটি অংশ। এই পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, 'ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial