নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর, দেশজুড়ে উঠেছে 'জওয়ান' (Jawan) ঝড়। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত অ্যাটলি (Atlee) পরিচালিত ছবি 'জওয়ান'। ভোর থেকেই প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন অনুরাগী ও দর্শক। ভোর ৫টা থেকে শো শুরু হয়েছে কলকাতায়। তবে দিনের অর্ধেক কেটে যাওয়ার পর, ট্যুইটারে কী প্রতিক্রিয়া দর্শকের (Twitter Review)? কী বলছেন তাঁরা? 


ট্যুইটারে 'জওয়ান' ছবির প্রতিক্রিয়া


প্রাথমিক হিসেব বলছে ইতিমধ্যেই অ্যাটলির ছবি প্রথম দিনে ৫১.১৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যে ৩২.৪৭ কোটি টাকা আয় হয়েছে দেশের প্রেক্ষাগৃহ থেকেই। হিসেব বলছে ভারতে 'পাঠান' ছবির প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গিয়েছে 'জওয়ান'। 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এর ওয়ালে ইতিমধ্যেই অনুরাগী ও একাধিক তারকা তাঁদের প্রতিক্রিয়া লিখতে শুরু করে দিয়েছেন। প্রায় সকলেরই মতে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি মন জয় করেছে তাঁদের। 


কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া তাঁর রিভিউ শেয়ার করেছেন 'এক্স'-এ। লিখেছেন, 'জওয়ান ছবিজুড়ে আবেগের ঘনঘটা। আমাকে এই ছবির অংশ করার জন্য ধন্যবাদ শাহরুখ খান, অ্যাটলি ও গৌরব ভার্মা। আমি যদি এই ছবির অঙ্গ নাও হতাম, তাও এটি আমার হৃদয় ছুঁয়েছে এবং গায়ে কাঁটা দিয়েছে রীতিমতো। আমার দেখা অন্যতম সেরা বলিউড ও প্যান ইন্ডিয়া ছবি এটি। সাধারণের জন্য ছবি যার মধ্যে রয়েছে বার্তা।'


 






ট্রেড অ্যানালিস্ট সুমিত কাডেল লিখেছেন, 'দৈত্যাকার ব্লকবাস্টার। সম্পূর্ণ পরিমাণে মনোরঞ্জন দেবে জওয়ান সেই সঙ্গে শক্তিশালী ও প্রয়োজনীয় বার্তা। সাধারণের জন্য দুর্দান্ত, আবেগঘন ও অনুপ্রেরণামূলক চিত্রনাট্য লিখেছেন অ্যাটলি। আমার মতে এটি ওঁর এখনও পর্যন্ত পরিচালিত শ্রেষ্ঠ ছবি যা প্রত্যেক ধরনের দর্শকের মনোরঞ্জন করবে।' তাঁর মতে এই ছবি 'ইলেকট্রিফাইং'। 


 






সাধারণ দর্শকও তাঁদের মতামত জানিয়েছেন। এক অনুরাগীর মতে, এই ছবি 'গদর ২'-এর রেকর্ডকে 'বিপদে ফেলবে'। অনুরাগীদের মতে, এই ছবি দর্শককে 'কাঁদাবে, হাসাবে ও আবেগতাড়িত' করবে। ছবির একাধিক সংলাপে রাজনীতির ছোঁয়াও রয়েছে। তাঁদের মতে এই ছবি ৫-এ সাড়ে ৩ অনায়াসে পেয়ে যাবে। 


আরও পড়ুন: Jawan Review: নজরকাড়া অ্যাকশন, শাহরুখ ম্যাজিকেই বাজিমাত 'জওয়ান'-এর






 






 






 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial