নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গুগলও (Google)। কী বলছি বুঝতে পারছেন না? যদি একবার গুগলে গিয়ে 'জওয়ান' লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন একটি 'ওয়াকিটকি'র আইকন ভেসে উঠছে স্ক্রিনে। আর তাতে ক্লিক করলেই 'জওয়ান ম্যাজিক'। আপনার ডিভাইসের স্ক্রিন মুড়বে ব্যান্ডেজে। আর সেই সঙ্গে শাহরুখের (Shah Rukh Khan) কণ্ঠস্বর, 'রেডি' (Ready)!


'জওয়ান' জ্বরে কাবু গুগল


শুধু ফ্যানেরাই নন, 'জওয়ান' ঝড় এবার গুগলেও। এদিন গুগল ইন্ডিয়ার অফিসিয়াল 'এক্স' হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'বেকরার করকে হমে, ইউঁ না যাইয়ে, আপকো হমারি কসম, গুগল পর 'জওয়ান' সার্চ কর আইয়ে'। সেই সঙ্গে ধাপে ধাপে কীভাবে বদলে যাবে আপনার স্ক্রিনের 'লুক' সেই পদ্ধতিও বাতলে দেওয়া আছে। প্রথম ধাপ, 'জওয়ান' বা 'এসআরকে' লিখে সার্চ করতে হবে গুগলে। তারপর স্ক্রিনে ভেসে ওঠা ওয়াকিটকি আইকনে ক্লিক করতে হবে। সাউন্ড অন রাখবেন কিন্তু! শুনতে পাবেন কিং খানের কণ্ঠে 'রেডি'! এরপর ওই আইকনে ট্যাপ করতে থাকুন, দেখবেন গোটা স্ক্রিনজুড়ে শুধু ব্যান্ডেজ। গুগলের এই কীর্তির ফলে আজ সারাদিন 'এক্স'-এ 'হ্যাশট্যাগ জওয়ান অন গুগল' ট্রেন্ড করছে। 


 






স্বভাবতই গুগলের এই 'সারপ্রাইজ' অত্যন্ত পছন্দ করছেন কিং খানের অনুরাগী বাহিনী। গুগলের পোস্টে হ্যাশট্যাগে লেখা হয়, 'ঢুন্ডেঙ্গে তো মিলেগা'। প্রসঙ্গত, 'জওয়ান' মুক্তির পর প্রথম দিনে দর্শকদের উচ্ছ্বাস ও ভালবাসায় উৎফুল্ল কিং খান, একটি ধন্যবাদ সূচক পোস্ট করেন। বৃহস্পতিবার 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে কিং খান বলেন, 'বাহ্! সময় বের করে প্রত্যককে, প্রত্যেক ফ্যান ক্লাবকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে যাঁরা এত আনন্দ সহকারে প্রেক্ষাগৃহে ভিতরে এবং বাইরে পৌঁছেছিলেন। অত্যন্ত অভিভূত, এবং এক দুদিনের মধ্যে আমি নিজেকে আগে সামলে নিই তারপর ফিরে এসে প্রয়োজনীয় যা তাই করব। উফ!!! 'জওয়ান'কে ভালবাসার জন্য আপনাদের ভালবাসা।'


আরও পড়ুন: Shah Rukh Khan: 'জওয়ান ব্লকবাস্টার ছবি', মহেশ বাবুর উচ্ছ্বসিত প্রশংসায় কী লিখলেন শাহরুখ?


অন্যদিকে 'জওয়ান' প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনের শেষে 'জওয়ান' ছবি দর্শক ও সমালোচক সকলেরই মন জয় করেছে এবং হিন্দি ছবির ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয় করেছে 'জওয়ান'। ৭ সেপ্টেম্বর দেশের বক্স অফিসে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে সেই আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial