মুম্বই: রাত পেরোলেই জওয়ান (Jawan) মুক্তি পাবে।  এবার নাগপুরে 'জওয়ান'-র জন্য গোটা থিয়েটার বুক করল শাহরুখের ফ্যান ক্লাব। এমনিতেই শাহরুখকে নিয়ে উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের। তার উপর ছবি মুক্তি পাবে বলে কথা। তাই কি আর অপেক্ষা করা যায় ? তাঁদের কথায়, 'চার বছর ধরে মিস করছি, তাই আমরা এবার ভীষণভাবে উদযাপন করব'। মূলত শাহরুখের ভক্তদের থেকে ভাল সাড়া পেতেই থিয়েটার বুক করা হয়েছে। মোট ১২০ অনুরাগীর জন্য সেই আসন বরাদ্দ। 'পাঠান'-র প্রসঙ্গ টেনে, এক সমুদ্র শুভকামনা।


প্রসঙ্গত, এর আগে শাহরুখের পাঠান ছবির জন্য গোটা থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব। আর এবারেও  ফিরল সেই ছায়া। অনুরাগীদের শুভকামনা তো আছেই সঙ্গে। তার উপর মঙ্গলবার জওয়ান-এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর পর তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুথের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান এবং জওয়ান-এ তাঁর সহঅভিনেত্রী নয়নতারাও তিরুপতি দর্শনে যান। তবে ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর জওয়ান-এর মুক্তি। বক্স অফিসে বিপুল প্রত্যাশা।


পাঠানের মত জওয়ান-এর হাত ধরেও কি ফের সাফল্যের ছক্কা হাঁকাবেন শাহরুখ খান? তৈরি হবে নতুন রেকর্ড? রিলিজের আগে কিছু তথ্যে চোখ রাখা যাক। চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইটারে একটি সমীক্ষা করেছেন। তিনি প্রশ্ন রেখেছিলেন যে, ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের ব্যবসার নিরিখে 'পাঠান'-এর ৫৫ কোটি টাকার অঙ্ক ছাপিয়ে গিয়ে 'জওয়ান' কি প্রথম স্থান দখল করে নজির গড়বে? তরণ আদর্শের এই সমীক্ষার চূড়ান্ত ফলাফল জানাচ্ছে যে,৭৬ % নেটিজেন বলেছেন  'হ্যাঁ, এটা সম্ভব।'১৫.৭ % নেটিজেন বলেছেন  'না, এমনটা হওয়া মুশকিল।'৮.৩ % শতাংশ নেটিজেন বলেছেন  'সম্ভাবনা ৫০ শতাংশ।'


আরও পড়ুন, কলকাতায় জওয়ানের ফার্সট শো কটায় ? কোথায় ? কীভাবে টিকিট পাওয়া যাবে ?


ট্যুইটারে তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৩টে পর্যন্ত ভারতের প্রথম সারির মাল্টিপ্লেক্স চেনগুলিতে 'জওয়ান'-এর অ্যাডভান্স বুকিংয়ে প্রায় ১ লক্ষ ৭২ হাজার টিকিট বিক্রি হয়েছে। রবিবার পর্যন্ত ভারতের প্রথম সারির মাল্টিপ্লেক্স চেনগুলিতে জওয়ান-এর অ্যাডভান্স বুকিংয়ে প্রায় ২ লক্ষ ২২ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে।সোমবার সকাল পর্যন্ত ভারতের প্রথম সারির মাল্টিপ্লেক্স চেনগুলিতে জওয়ান-এর অ্যাডভান্স বুকিংয়ে প্রায় ২ লক্ষ ৮৪ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতের প্রথম সারির মাল্টিপ্লেক্স চেনগুলিতে জওয়ান-এর অ্যাডভান্স বুকিংয়ে প্রায় ৩ লক্ষ ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে।