Realme Smartphones: রিয়েলমি নারজো ৬০এক্স (Realme Smartphone) লঞ্চ হয়েছে ভারতে। দুটি র্যাম এবং একটি স্টোরেজ ও দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। দেখে নেওয়া যাক ভারতে এই ফোনের দাম কত এবং কী কী ফিচার রয়েছে। রিয়েলমি নারজো ৬০এক্স (Realme Narzo 60X) ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।
রিয়েলমি নারজো ৬০এক্স ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। Android 13-based Realme UI 4.0 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- রিয়েলমি নারজো ৬০এক্স ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর (পোর্ট্রেট লেন্স-সহ) রয়েছে এই ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
৯০০০ টাকার কম দামে ভারতে হাজির রিয়েলমির ফোন
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের নতুন ফোন রিয়েলমি সি৫১। এটি একটি বাজেট ফোন। কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৫১ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। ৪ জিবি র্যাম এবং ৬৪ স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছ। দাম ৮৯৯৯ টাকা। অনলাইনে রিয়েলমির অফিশিয়াল সাইট এবং ফ্লিপকার্ট থেকে রিয়েলমি সি৫১ ফোন কেনা যাবে। এই ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল ফিচার। সেখানে ফোনে ব্যাটারি স্টেটাস, ডেটা ইউসেজ (কতটা ইন্টারনেট খরচ হয়েছে, কতটা বাকি রয়েছে, প্রতিদিন ইউজার কত পা হাঁটছেন - এইসব তথ্য দেখা যাবে ডিসপ্লে নচের চারপাশে। কার্বন ব্ল্যাক এবং মিন্ট গ্রিন- এই দুই রঙে রিয়েলমি সি৫১ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। রিয়েলমি সি৫১ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- মোটো জি৫৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?