নয়াদিল্লি: মুক্তি পেল 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার। নেপথ্যে 'জওয়ান' ছবির থিম মিউজিক। প্রথম ঝলকেই 'সুপারহিট' গান।


মুক্তি পেল 'জওয়ান' ছবির তৃতীয় গান


অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির তৃতীয় গান পেল মুক্তি। শাহরুখ খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল ছবিতে তাঁর 'লেডি টিম'কেও অর্থাৎ নজর কাড়লেন সানিয়া মলহোত্র ও অন্যান্যরা। গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, বিশাল দাদলানি, শিল্পা রাও। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে ঝড় তুললেন প্রত্যেকে। গানে উল্লেখ মেলে শাহরুখের জনপ্রিয় গান 'ছইয়াঁ ছইয়াঁ'রও। এমনি দেখলে গানটি কোনও সেলিব্রেশনের প্রেক্ষাপটে তৈরি বলে মনে হতে পারে। প্রসঙ্গত, গানের শেষেও উল্লেখ করা হয়েছে যে আগামী ৩১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'জওয়ান' ছবির ট্রেলার। 



প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেল তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে। এদিন দুপুর ২টোয় গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।' এই গানের তামিল ও তেলুগু দুই সংস্করণেও নারী কণ্ঠ দিয়েছেন রক্ষিতা সুরেশ। কিং খানের পোস্টে তাঁর কমেন্ট দেখেই স্পষ্ট যে তিনিও আসলে 'শাহরুখ ফ্যান'। লেখেন, 'ধন্যবাদ কিং খান! ছইয়াঁ ছইয়াঁ গানে দুই বছর বয়সে নাচা থেকে শুরু করে আপনার জন্য 'নট রামাইয়া বাস্তাবাইয়া' গাওয়া!!! জীবন সত্যিই বৃত্ত সম্পূর্ণ করল। আপনার চার্ম ও বুদ্ধির অনুরাগী চিরকাল। আনন্দ ও কৃতজ্ঞতায় হৃদয় পরিপূর্ণ।'


আরও পড়ুন: Sreelekha Mitra Health: প্রবল জ্বর, ক্লান্তি, মাথা যন্ত্রণা, 'ডেঙ্গি'র উপসর্গ শ্রীলেখা মিত্রের শরীরে?


'জওয়ান' ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন শাহরুখ খান, নয়নতারা। তাঁদের সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্র প্রমুখকে। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ৭ সেপ্টেম্বর ছবি মুক্তি পাবে তিনটি ভাষায়, হিন্দি, তামিল ও তেলুগু।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial