মুম্বই : দেখতে দেখতে পঞ্চাশটা বছর ছবির জগতে কাটিয়ে ফেললেন জয়া বচ্চন (Jaya Bachchan)। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি দিয়ে অভিনয় জীবন শুরু। তারপর একে একে বহু ছবিতে অভিনয় করে আজ তিনি কিংবদন্তি অভিনেত্রী হয়ে উঠেছেন। ছবির জগতে মায়ের পঞ্চাশ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি দিয়ে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও। 


আরও পড়ুন - সমুদ্রের ধারে গোলাপি বিকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি


বাঙালিদের কাছে জয়া ভাদুড়ি নামটা মনে পড়লেই চোখে ভেসে ওঠে বহু ছবির দৃশ্য। অভিনয় জীবনে তাঁর হাতে খড়ি হয় পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। মাধবী মুখোপাধ্যায় এবং অনিল চট্টোপাধ্যায় অভিনীত 'মহানগর' ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। যদিও সেই ছবিতে নায়িকার ভূমিকায় তিনি ছিলেন না। কিন্তু স্বল্প দৃশ্যে উপস্থিতিতেই সেদিনের দুদিকে বিনুনি বাঁধা মেয়েটা বুঝিয়ে দিয়েছিলেন, ছবির জগতে রাজত্ব করতে আসছেন তিনি। এরপর দেখা যায় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' ছবিতে। যে ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীতও হয়। সেই বছরই মুক্তি পায় 'ধন্যি মেয়ে'। মহানায়ক উত্তম কুমারের ভাইয়ের বউ হিসেবে তাঁর অভিনীত চরিত্র 'মনষা' আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এরপর একে একে বহু ছবিতে অভিনয়। তারপর অমিতাভ বচ্চনকে বিয়ে করে জয়া ভাদুড়ি থেকে জয়া বচ্চন হয়ে গেলেও দর্শকদের মনে একইরকমভাবে আজও রয়েছেন।


আরও পড়ুন - Sooryavanshi Released Date: কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'? অবশেষে রোহিত শেট্টি নিজেই জানালেন


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিষেক বচ্চন মায়ের পুরনো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি নিজেকে ধন্য মনে করছি এমন একজনের ছেলে হতে পেরে। এবং ছবির জগতে ৫০ বছর কাটিয়ে ফেলাও নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০ বছর কাটিয়ে ফেলার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই মা। আর মা তোমাকে খুব ভালোবাসি।' অভিষেক বচ্চনের এই আবেগপ্রবণ পোস্টে কমেন্ট করতে বাকি রাখেননি নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও। দিয়া মির্জা থেকে ববি দেওল এবং অন্যান্য সমস্ত তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চনকে।