চেন্নাই: তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা ছিলেন কোহিনূর হিরের মত। পুরুষশাসিত সমাজে সমস্তরকম প্রতিকূলতা পেরিয়ে নিজের পথ তৈরি করেন তিনি। বললেন রজনীকান্ত। জয়ললিতা ও অভিনেতা-সাংবাদিক চো রামস্বামীর স্মৃতিতে আয়োজিত একটি বৈঠকে এই কথা বলেছেন তিনি।

’৯৬ বিধানসভা ভোটের সময় জয়ার বিরুদ্ধে কড়া বিবৃতি দেন রজনী। বলেন, জয়ললিতার দল এআইএডিএমকে যদি ক্ষমতায় ফেরে, তবে তামিলনাড়ুকে ভগবানও বাঁচাতে পারবেন না। ডিএমকে-টিএমসি জুটি ধুয়ে মুছে দেয় ক্ষমতাসীন এডিএমকে-কে। সে কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর ব্যবহারে আহত হয়েছিলেন জয়া। ভোটে তাঁর পরাজয়ের মূল কারণ ছিলেন তিনি।

রজনী বলেন, পরে বোঝা যায়, জয়ললিতা স্বর্ণহৃদয় নেত্রী ছিলেন। এডিএমকে প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের মৃত্যুর পর কাঁটা বিছনো পথে হেঁটে জয়ললিতা দলের নেতৃত্ব নেন, সাফল্যের দিক থেকেও এমজিআরকে ছাপিয়ে যান তিনি। জীবনে একের পর এক চ্যালেঞ্জ তাঁকে মানুষ হিসেবে আরও ঘষে মেজে তোলে বলে রজনী মন্তব্য করেছেন।